• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পাকিস্তানকে অভিনন্দন কোহলির

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৯ জুন ২০১৭, ১৩:৫২

ফাইনালে ফেবারিট ছিলেন নিজেরাই। তবে সব হিসাব বদলে দিয়েছে ‘আনপ্রিডেক্টেবল’ পাকিস্তান। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং-সব বিভাগে আধিপত্য বিস্তার করে কোহলি বাহিনীকে উড়িয়ে চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে সরফরাজ বাহিনী। এতে ভীষণ হতাশ টিম ইন্ডিয়া। পাকিস্তানের এমন পারফরম্যান্সকে চমক হিসেবে দেখছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

ম্যাচ শেষে তিনি বলেন, সবার আগে অভিনন্দন পাকিস্তানকে। পুরো টুর্নামেন্টে দারুণ খেলেছে তারা। পাকিস্তান ফের প্রমাণ করলো নিজেদের দিনে যেকোনো দলকেই হতাশ করতে পারে। বাজেভাবে শুরুর পর যেভাবে তারা ঘুরে দাঁড়য়িছে, তাতে বোঝা যায় পাকিস্তানে প্রতিভার কমতি নেই।

ফাইনালে অপ্রত্যাশিতভাবে হেরে গেলেও পুরো টুর্নামেন্টে দাপট দেখিয়েছে ভারত। প্রতিযোগিতা শুরুর আগেই ফেবারিট তকমা পায় তারা। স্বপ্নের ফাইনালেও তা গায়ে সেঁটে ছিল। তবে শেষদিকে কাজের কাজটুকু করতে পারেননি রোহিত-ভুবনেশ্বররা। এরপরও দলকে কৃতিত্ব দিতে ভুলছেন না বিরাট কোহলি।

ভারতীয় অধিনায়ক বলেন, ফাইনালে হেরে যাওয়ায় দলের খেলোয়াড়দের খাটো করে দেখার উপায় নেই।টিম হিসেবে আমরা পুরো টুর্নামেন্টে ভালো খেলেছি। এজন্য সবাইকে সাধুবাদ জানাতে চাই। তবে ফাইনালে আমরা সেরাটা দিতে পারিনি। পাকিস্তান তিন বিভাগে ভালো খেলেছে। তার ফলও তারা পেয়েছে।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কোহলির ব্যাটে ভর করে বেঙ্গালুরুর প্রথম জয়
‘দয়া করে আমাকে কিং বলবেন না, আমি বিব্রত বোধ করি’
আইপিএল : বদলে গেল কোহলির দলের নাম
কোহলিদের ১৬ বছরের আক্ষেপ ঘুচালো রেণুকা-মান্ধানারা
X
Fresh