• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ইতিহাসে ফখর জামান

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ জুন ২০১৭, ২৩:২১

স্বপ্নের ফাইনালে ভারতের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিয়েছেন ফখর জামান। সেঞ্চুরি করে মিনি বিশ্বকাপ খ্যাত এ টুর্নামেন্টের ইতিহাসে ঢুকে গেছেন তিনি। ষষ্ঠ ক্রিকেটার হিসেবে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে এ কৃতিত্ব দেখালেন ব্যাটিং বিস্ময়। শুধু তাই নয়, প্রথম পাকিস্তানি হিসেবে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে সেঞ্চুরির কীর্তিও গড়েছেন বাঁ-হাতি ওপেনার।

ফখর জামানের এটি আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি। রোববারের ফাইনালে ভারতের বিপক্ষে তিনি ১০৬ বলে ১১৪ রান করেন। তার ইনিংসটি ১২ চার ও ৩ ছক্কায় সাজানো।

তবে ভারতের বিপক্ষে খেলতে নেমে প্রথমেই বিপদে পড়েন ফখর জামান। ব্যক্তিগত ৩ রানে উইকেটের পেছনে ক্যাচ দিয়েও বেঁচে যান আম্পায়ারের নো বল সংকেতে। এরপর এলোপাতাড়ি কয়েকটি শট খেলে দেন হাফ চান্স। কিন্ত তা লুফে নিতে পারেনি ভারত। পরে ঘুরে দাঁড়িয়ে রীতিমতো ভারতের বোলারদের ওপর তাণ্ডব চালান তিনি।

এমসি/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কেএনএফকে নির্মূল করা হবে : বিজিবি মহাপরিচালক
আরটিভির ঝিনাইদহ প্রতিনিধি শিপলু জামানের বাবা আর নেই
জিম্মি প্রকৌশলী সাইদুজ্জামানের পরিবারে ঈদ উপহার
৩০ হাজার টাকায় কারিগরির সনদ বিক্রি করতেন শামসুজ্জামান!
X
Fresh