• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

চ্যাম্পিয়নস ট্রফির গোল্ডেন বল হাসানের

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ জুন ২০১৭, ২৩:০২

চ্যাম্পিয়নস ট্রফি-২০১৭ আসরে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন হাসান আলি। পুরো টুর্নামেন্টে তার শিকার ১৩ উইকেট। এর সুবাদে ‘বোলার অব দ্য সিরিজ’ হিসেবে গোল্ডেন বল জিতেছেন এ ডানহাতি পেসার।

এবারের আসরে পাকিস্তানের হয়ে প্রত্যেক ম্যাচে উইকেট পাওয়া হাসান পেয়েছেন ‘প্লেয়ার অব দ্য সিরিজ’র পুরস্কারও।

এ টুর্নামেন্টে আরো বেশ ক’টি রেকর্ড গড়েছেন পাকিস্তানের সেরা আবিষ্কার। রোববার স্বপ্নের ফাইনালে ভারতের বিপক্ষে ৩ উইকেট নিয়ে তিনি ভাগ বসিয়েছেন উইন্ডিজ পেসার জেরোমি টেলরের রেকর্ডে।

২০০৬ সালের আসরে ৭ ম্যাচে ১৩ উইকেট নেন ক্যারিবিয়ান পেসার টেলর। এক আসরে ১২টি করে উইকেট নেয়ার কীর্তি আছে রবীন্দ্র জাদেজা ও পারভেজ মাহরুফের। ১১টি করে উইকেট নিয়েছেন মিচেল ম্যাকক্লেনঘান, জেমস অ্যান্ডারসন, লাসিথ মালিঙ্গা ও ওয়াইন পারনেল।

এছাড়া পাকিস্তানের হয়ে চ্যাম্পিয়নস ট্রফির এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন হাসান। এর আগে এ রেকর্ড ছিল ৮ উইকেট পাওয়া সাঈদ আজমলের দখলে।

এবারের আসরে মিচেল স্টার্ক, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ আমির, মুস্তাফিজদের ছাড়িয়ে নিজেকে মেলে ধরেছেন হাসান। এ আসরের ৫ ম্যাচের চারটিতে ৩টি করে ও একটিতে ১ উইকেট পান বোলিং বিস্ময়।

কে/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh