• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

জামানের সেঞ্চুরি, উড়ছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ জুন ২০১৭, ১৭:৪২

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে উড়ছে পাকিস্তান। ৩১ ওভার শেষে মাত্র ১ উইকেট হারিয়ে ১৮৬ রান তুলে ফেলেছে দলটি। ‘স্বপ্নের ফাইনালে’ স্বপ্নের সেঞ্চুরি তুলে পাকিস্তানকে স্বপ্ন দেখাচ্ছেন ফখর জামান। ১০৫ রান নিয়ে ব্যাট করছেন তিনি। তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন সাম্প্রতিক সময়ে সরফরাজদের টপ পারফরমার বাবর আজম।

রোববার লন্ডনের কেনিংটন ওভালে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এতে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান। ম্যাচের গোড়াপত্তন করতে নেমে দুর্দান্ত সূচনা করেন আজহার আলি ও ফখর জমান। ভারতের শক্তিশালী বোলিং লাইনআপকে তুলোধোনা করে শুরু থেকেই রানের চাকা সচল রাখেন তারা। দলকে বড় রানের ভিত গড়ে দিতে থাকেন। তবে পথিমধ্যে থেমে যান আজহার আলি। দলীয় ১২৮ রানে ভুল বোঝাবুঝির শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনি। ফেরার আগে খেলেন ৭১ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫৯ রান।

‘স্বপ্নের ফাইনালে’ সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে খেলা একাদশ নিয়ে মাঠে নেমেছে ভারত। তবে পাকিস্তান দলে এসেছে একটি পরিবর্তন। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হওয়া রুম্মান রইসের জায়গায় ঢুকেছেন মোহাম্মদ আমির।

পাকিস্তান একাদশ: আজহার আলি, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, শাদাব খান, হাসান আলি ও জুনায়েদ খান।

ভারত একাদশ: শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, যুবরাজ সিং, মাহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, হার্দিক পান্ডে, ভুবনেশ্বর কুমার, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন ও জসপ্রিত বুমরাহ।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাহিনের চোখে টি-টোয়েন্টির ব্র্যাডম্যান রিজওয়ান
৮৩৭ আফগান শরণার্থীকে ফেরত পাঠাল পাকিস্তান
পাকিস্তানে নয়, ‘হাইব্রিড’ মডেলেই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে চায় ভারত
তিন দিনের সফরে ইরানের প্রেসিডেন্ট পাকিস্তানে 
X
Fresh