• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ম্যাচ মাতাবেন যারা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৫ জুন ২০১৭, ১৩:৫১

প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের জয়ের পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ২০১৭ সালের আসরে অল এশিয়ান ফাইনাল হতে যাচ্ছে।

এবার দ্বিতীয় সেমিফাইনাল বৃহস্পতিবার। প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও প্রথমবারের মতো সেমিতে আসা বাংলাদেশ দল।

বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি। এদিন নিশ্চত হবে দু’দেশের মধ্যে কারা পাবে ফাইনালের টিকিট।

নিজেদের সামর্থ্যের সেরাটা উজাড় করে দেবে টাইগাররা। তাদের অগ্নিদৃষ্টি ফাইনালের মঞ্চের দিকে। ভারত নিজেও তার শিকার হয়েছে। ২০০৭ বিশ্বকাপের প্রাথমিক পর্ব থেকেই বিদায় নিয়েছিল ভারত এ বাংলাদেশের বিরুদ্ধে হেরেই।

বার্মিংহাম এজবাস্টন স্টেডিয়ামে কাদের ওপর রাখতে হবে নজর। কারা নিজেদের দুরন্ত পারফরমেন্স দিয়ে দলকে মেগা ফাইনালে পৌঁছে দেবেন।

এক নজরে দেখে নিবো দলের বড় ভরসা থাকছে কাদের উপর:

তামিম ইকবাল:

টুর্নামেন্টে সর্বোচ্চ রানের মালিক হিসেবে তৃতীয় স্থানে আছেন বাংলাদেশের তামিম ইকবালের।

প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে দল হারলেও তামিমের ব্যাট থেকে এসেছিল ১২৮ রান। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ৫ রানে জন্য সেঞ্চুরি মিস হয় তার। শুধুমাত্র নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে কোন রান করতে পারেন নি তিনি। তিন ম্যাচে তার মোট সংগ্রহ ২২৩ রান।

সাকিব আল হাসান:

টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক সাকিব আল হাসান।

ওয়ানডে, টেস্ট, টি-টোয়েন্টির সব ফরম্যাটের র‌্যাঙ্কিংয়ের সেরা এ অলরাউন্ডার টুর্নামেন্টে বল হাতে জ্বলে না উঠতে পারলেও সব শেষ নিউজিল্যান্ডের সঙ্গে ‘ডু অর ডাই’ ম্যাচে ব্যাট হাতে নিজের জাত চিনিয়েছেন তিনি। মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে ২২৪ রানের জুটি ও সেঞুরি করে ম্যাচ সেরা হয়েছেন তিনি।

মাহমুদুল্লাহ রিয়াদ:

গ্রুপের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করতে নেমে যখন দলের টপ অর্ডার প্যাভিলিয়নে ঠিক তখনি সাকিবের সঙ্গে হাল ধরেন রিয়াদ। ম্যাচে অসাধরণ সেঞ্চুরি আছে তারও। জ্বলে উঠতে পারেন আজকের ম্যাচেও।

ম্যাশরাফি বিন মতুর্জা:

দলের অধিনায়ক। এ পর্যন্ত টুর্নামেন্টে মোট দুটি উইকেট পেয়েছেন তিনি। ভারতীয় গণমাধ্যমগুলো মতে থিঙ্কট্যাঙ্কের আলাদা প্ল্যানিং থাকবে অভিজ্ঞ মাশরফির বিপক্ষে খেলার জন্য।

মুস্তাফিজুর রহমান:

উদীয়মান তারকা এ বোলার কিংবদন্তীদের সুনাম কুড়িয়েছেন আগেই। ভারতের ব্যাটসম্যানদের বিপক্ষেও তার রয়েছে বেশ ক্ষ্যাতি।

রুবেল হোসেন:

হাইভোল্টেজ এ ম্যাচে গতি তারকা রুবেল হোসেনের প্রতিও থাকবে বাড়তি নজরদারি।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তামিমের ভুল ধরিয়ে দেওয়ার যোগ্যতা আছে কি কোচদের?
দলে ফেরা প্রসঙ্গে শান্তকে যা বলেছেন তামিম
সাকিবের মাঠে ফেরা নিয়ে যা জানালেন কোচ সোহেল 
মোস্তাফিজের চেন্নাইয়ের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
X
Fresh