• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পাহাড়ে হতাহতে মাশরাফিদের শোক

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৪ জুন ২০১৭, ১৪:৪৯

প্রবল বর্ষণে চট্টগ্রাম বিভাগের তিন জেলায় পাহাড় ধসে ৪ সেনাসহ প্রায় ১৪০ জন নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ দল। এবারই প্রথম আইসিসির বড় কোন আসরের সেমিফাইনালে পৌঁছেছে টাইগাররা।

দলপতি মাশরাফি নিজের অফিসিয়াল ফেসবুকে নিহত সেনা-কর্মকর্তাদের ছবিসহ একটি পোস্ট দেন।

এতে তিনি লিখেন, পাহাড় কাটা আর অপরিকল্পিত বসত বাড়ির কারণে প্রায় প্রতিবছরই এই সময়টাতে পাহাড় ধসের কারণে হতাহতের খবর শুনতে হয়। ভূমি ধসে নিহত সবার আত্মার শান্তি কামনা করছি|

তিনি আরো বলেন, উদ্ধার কাজে করতে গিয়ে প্রাণ হারানো সেনাবাহিনীর বীর সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করছি।

সেনা সদস্যদের নিয়ে ম্যাশ বলেন, দেশের জন্য জীবন দিতে সবাই পারে না, কিন্তু আপনারা পেরেছেন।

এরই মধ্যে বার্মিংহামে অবস্থান করছে বাংলাদেশ দল। বৃহস্পতিবার এজবাস্টনে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে প্রতিবেশী দেশ ভারতের মুখোমুখি হবে টাইগাররা।

ওই দিন বিকেল সাড়ে ৩টায় শুরু হবে দু’দলের মহারণ।

ওয়াই/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের হামলায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের লক্ষ্য নিয়ে যা বললেন সাকিব
বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধির আহ্বান জানালেন চীনের কালচারাল কাউন্সিলর 
মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র : পররাষ্ট্র মন্ত্রণালয়
X
Fresh