• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

আর্জেন্টিনার কাছে বিধ্বস্ত ‘দুর্বল’ সিঙ্গাপুর

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৪ জুন ২০১৭, ১৪:১৬

আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ‘দুর্বল’ সিঙ্গাপুরকে বিধ্বস্ত করেছে সাউথ আমেরিকার জায়ান্ট আর্জেন্টিনা।

সিঙ্গাপুর ন্যাশনাল স্টেডিয়ামে মেসি-হিগুয়াইনবিহীন এ ম্যাচটি ম্যাচটি ৬-০ গোলে জিতলো দলটি।

৬টি গোলের পাঁচটিই আর্জেন্টাইন ভক্তদের কাছে প্রায় অপিরিচিত খেলোয়াড়রাই করেছেন।

ফেদেরিকো ফাজিও, হোয়াকুইন কোরেয়া, আলেহান্দ্রো গোমেজ, লিয়ান্দ্রো পারেদেস, লুকাস আলারিও প্রথম পাঁচটি গোল করেন।

আর অতিরিক্ত সময়ে (৯০+৩ মিনিট) দলের হয়ে শেষ গোলটি করেন অ্যাঙ্গেল ডি মারিয়া।

ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৫৭ নম্বরে থাকা সহজ প্রতিপক্ষের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ২ নম্বরে থাকা দলটি।

কোচ হিসেবে দলে যোগ দিয়ে ধারাবাহিক সাফল্য ধরে রেখেছেন জর্জ সাম্পাওলি।

জাতীয় দলের কোচ হবার পর প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে জয় পান সাম্পাওলি।

গেলো ৯ জুন প্রীতি ম্যাচে ১-০ গোলে জয় লাভ করে আর্জেন্টিনা।

এবার দ্বিতীয় ম্যচেও সিঙ্গাপুরের বিপক্ষেও জয়ের ধারা অব্যাহত রাখলো দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh