• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সেরা একাদশের ওপেনার তামিম, ১২ নম্বরে কোহলি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৩ জুন ২০১৭, ২০:০০

গ্রুপপর্বে দুর্দান্ত পারফরম্যান্স করায় আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেরা একাদশে ওপেনার হিসেবে রাখা হয়েছে বাংলাদেশের তামিম ইকবালকে।

গ্রুপপর্বের ক্রিকেটারদের পারফরম্যান্সের ভিত্তিতে এ একাদশ নির্বাচন করেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার ডিজিটাল মিডিয়া শাখা ‘ক্রিকেট ডট কম ডট এইউ’।

ওপেনিংয়ে তামিমের সঙ্গী ভারতের ওপেনার শিখর ধাওয়ান। তবে ভারতের এ সময়ের সবচে’ খ্যাতিমান ক্রিকেটার বিরাট কোহলির জায়গা হয়নি এ একাদশে। ১২ নম্বরে রাখা হয়েছে তাকে।

এ দলের নেতৃত্বে ইংল্যান্ডের অধিনায়ক এউইন মরগান ও উইকেটরক্ষক হিসেবে শ্রীলঙ্কার নিরোশান ডিকভেলাকে রাখা হয়েছে।

ওয়ান ডাউনে রাখা হয়েছে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকে। ব্যাটসম্যান হিসেবে এছাড়া আছেন ইংল্যান্ডের জো রুট। ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকসকেও রাখা হয়েছে এ দলে।

পেসার হিসেবে আছেন পাকিস্তানের তরুণ বোলার হাসান আলি, অস্ট্রেলিয়ার জশ হেজলউড ও দক্ষিণ আফ্রিকার মরনে মরকেল। এ দলের একমাত্র স্পিনার ইংল্যান্ডের আদিল রশিদ।

এ টুর্নামেন্টে এখন পর্যন্ত ২২৩ রান করে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ওপেনার তামিম।

তার সম্পর্কে ‘ক্রিকেট ডট কম ডট এইউ’ বলেছে, নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ে তামিম ভূমিকা রাখতে পারেননি। তবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি ছিলেন ভয়ঙ্কর। তিনি ইংলিশদের বিপক্ষে ১২৮ ও অজিদের বিপক্ষে ৯৫ রান করেছেন।

সেমিফাইনালে ভারতেও বিপক্ষে দলের জন্য একটি কার্যকর ইনিংস খেলা দারকার তার বলেও উল্লেখ করা হয়েছে।

একাদশ

১) শিখর ধাওয়ান

২) তামিম ইকবাল

৩) কেন উইলিয়ামসন

৪) জো রুট

৫) এউইন মরগান(অধিনায়ক)

৬) বেন স্টোকস

৭) নিরোশান ডিকভেলা(উইকেটরক্ষক)

৮) আদিল রশিদ

৯) হাসান আলি

১০) জশ হ্যাজেলউড

১১) মরনে মরকেল

১২) বিরাট কোহলি

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh