• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বিকেলে ব্রাজিল-আর্জেন্টিনার খেলা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৮ জুন ২০১৭, ২২:৩৪

সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের কাছে বাড়তি উত্তেজনার বারুদ ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ। ভক্তদের উত্তেজনার চাহিদা মেটাতে একে অন্যের বিপক্ষে ফের লড়বে দল দু’টি।

শুক্রবার বিকেল ৪টা ৫ মিনিটে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ব্রাজিল-আজেন্টিনার প্রীতি ম্যাচটি।

বিশ্বকাপের বাছাইপর্ব শুরুর আগে এ ম্যাচে জিততে চাইবেন এদগার্দো বাউজার বিদায়ের পর আর্জেন্টিনার কোচের দায়িত্ব নেয়া হোর্হে সাম্পাওলি। আর্জেন্টিনার হয়ে মেসি লড়লেও এ ম্যাচে ব্রাজিলের হয়ে লড়বেন না নেইমার।

ব্রাজিলের পরিকল্পনা হিসেবেই দলে রাখা হচ্ছে না মেসির ক্লাব সতীর্থ নেইমারকে। বিশ্রাম দেয়া হয়েছে তাকে।

নেইমারের না খেলার বিষয়ে আর্জেন্টিনার কোচ সাম্পাওলি বলেছেন, ব্রাজিলের অনেক ভালো খেলোয়াড় আছে, যারা দলের পারফরম্যান্স মেলে ধরতে সক্ষম। নেইমারকে ছাড়াও তারা অনেক ভালো করতে পারে। তবে ব্রাজিল তার অভাব বোধ করবে।

নিজের দলের বিষয়ে তিনি বলেন, আমি মনে করি মেসি একটি দলের অংশ হিসেবে বার্সেলোনায় সম্মিলিতভাবে খেলছে। আর্জেন্টিনা দলের ভেতরও আমরা ওই ধরনের সম্প্রীতি গড়ে তুলতে চাই।

বিচ্ছিন্নভাবে আমরা মেসিকে খেলাতে চাই না, আমরা তাকে সম্মিলিতভাবে খেলাতে চাই। মেসির সেরাটা পেতে দলবদ্ধভাবে খেলতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

ব্রাজিল ১০৩ বার আর্জেন্টিনার মুখোমুখি হয়ে ৪০ বার জিতেছে। অন্যদিকে আর্জেন্টিনা জিতেছে ৩৭ বার। আর ড্র হয়েছে ২৬টি ম্যাচ।

কে/সি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh