• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

এ কেমন গোল? (ভিডিও)

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৮ জুন ২০১৭, ১৩:৫৮

ইতালি-উরুগুয়ের ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। এর প্রমাণ মিললো ফের।দু'দলের শেষ সাক্ষাত হয় ২০১৪ বিশ্বকাপে। ওই ম্যাচে ইতালিয়ান ডিফেন্ডার চিয়েল্লিনিকে উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজের কামড়ানোর স্মৃতি আজও ফুটবলপ্রেমীদের স্মৃতির মনিকোঠায় দগদগে। তুমুল উত্তেজনার ওই ম্যাচে উরুগুয়ের কাছে ১-০ গোলে হেরে যায় ইতালি। তবে এবার মুদ্রার উল্টো পিঠ দেখলো লাতিন আমেরিকার দলটি। ফ্রান্সের নিসে ইতালির কাছে ৩-০ গোলে উড়ে গেছে উরুগুয়ে। এ ম্যাচে কামড়ের মতো কোনো ঘটনা না ঘটলেও ঘটেছে ভিন্ন কিছু!

বুধবার রাতে ম্যাচের সপ্তম মিনিটে নিজেদের গোলপোস্টে নিজেরাই গোল দেয় উরুগুয়ে। ওই সময়ে ইতালির অ্যাটাকিং মিডফিল্ডার লরেঞ্জো ইনসিনিয়ের পাস ডি-বক্সে বুক দিয়ে নামান স্ট্রাইকার আন্দ্রেয়া বেলোত্তি। তবে বলটি পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারেননি তিনি। এক পর্যায়ে তা চলে যায় উরুগুয়ের ডিফেন্ডার হোসে মারিয়া হিমেনেসের কাছে।জোরালো শটে সেটি ক্লিয়ার করতে গিয়ে উল্টো নিজেদের গোলপোস্টেই ঢুকিয়ে দেন তিনি। সঙ্গে খলনায়কও বনে যান অ্যাটলেটিকো মাদ্রিদ তারকা।

প্রথমার্ধে আর কোনো স্কোর না হলেও ম্যাচের ৮২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ইতালি।বদলি খেলোয়াড় মানোলো গাব্বিয়াদিনির ক্রসে গোলমুখে বল পেয়ে তা জালে জড়ান কিটাদিন মার্টিনেজ।

খলনায়ক হিমেনেসের কাণ্ড তখনো শেষ হয়নি। ম্যাচের অতিরিক্ত সময়ে ডি-বক্সে এল শারাউইকে ফাউল করলে পেনাল্টি পায় ইউরোপের দলটি। পেনাল্টি কিকের সুযোগটি মোটেই হাতছাড়া করেননি ইতালির মূল স্ট্রাইকার ডি রোসি। ফলে শেষ পর্যন্ত ৩-০ ব্যবধান নিয়ে মাঠ ছাড়ে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ওয়াই/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই গোল্ডেন মনিরের খালাস নিয়ে যা বললেন আদালত
আরটিভিতে আজ যা দেখবেন
‘ইনস্যুরেন্স পাঠ্যক্রম যুগোপযোগীকরণে অংশীজনের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল
চেলসির জালে আর্সেনালের গোল উৎসব
X
Fresh