• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

রোনালদোকে পেছনে ফেলে ইউরোপিয়ান গোল্ডেন বুট মেসির

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৬ জুন ২০১৭, ১৫:৫৬

চলতি মৌসুমে বার্সেলোনার সাফল্য বলতে হাতেগোনা দু’একটি শিরোপা। এবার কোপা ডেল’রে ও সুপার কোপা ডি এস্পানা ছাড়া আর কোনো শিরোপা ঢোকেনি ন্যু-ক্যাম্পে। লা-লিগা শেষ করতে হয়েছে রানার্স-আপ হয়ে। বিদায় নিতে হয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে।

তবে দলের এমন পারফরম্যান্সের মধ্যেও ধ্রুবতারার মতো উজ্জ্বল ছিলেন বার্সা সুপারস্টার লিওনেল মেসি। মৌসুমজুড়ে দুর্দান্ত পারফরম করায় এবার ইউরোপিয়ান ফুটবলের সেরা পুরস্কার গোল্ডেন বুট জিতেছেন তিনি।

চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোকে পেছনে ফেলে এ পুরস্কার জেতেন লিওনেল মেসি। এ নিয়ে চতুর্থবার ইউরোপিয়ান গোল্ডেন বুট নিজের করে নিলেন বিশ্ব ফুটবলের ওয়ান্ডার ম্যান।

এর আগে ২০১০, ২০১২ ও ২০১৩ সালে এ অনন্য সম্মান অর্জন করেন খুদে জাদুকর।

সদ্য শেষ হওয়া মৌসুমে লা-লিগায় মেসির গোল সংখ্যা ৩৭। মৌসুম শেষে ‘ম্যাজিক বয়’ ছাড়াও গোল্ডেন বুটের লড়াইয়ে ছিলেন বাস দস্ত (৩৪ গোল), পিয়েরা এমেরিক অউবামিয়াং (৩১ গোল), লেবানডোস্কি (৩০ গোল)।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেসির আগমন নিয়ে যা বললেন পাপন
পাঁচ গোল করে ভাইরাল মেসি পুত্র
মেসির ঝলকে মায়ামির জয়
মেসি গোল পেলেও জেতেনি ইন্টার মায়ামি
X
Fresh