• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

দেড় বছর পর ওয়ানডেতে মালিঙ্গা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৩ জুন ২০১৭, ১৬:১৮

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। প্রায় দেড় বছর পর এ ম্যাচ দিয়ে ওয়ানডেতে ফিরেছেন লাসিথ মালিঙ্গা।

কোন উইকেট না হারিয়ে ১০ ওভার পর্যন্ত প্রোটিয়াদের সংগ্রহ ৩২ রান। ২৯ বলে ১৭ রান করে অপরাজিত আছেন হাশিম আমলা। তার সঙ্গে ক্রিজে আছেন ৩১বলে ১২ রান করা কুইন্টন ডি কক।

শনিবার কেনিংটন ওভালে দু’দলের খেলাটি শুরু হয় বাংলাদেশ সময় বিকেল সড়ে ৩টায়।

বর্তমান সময়টা খুব একটা ভালো যাচ্ছে না শ্রীলঙ্কার। ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস।

এদিকে র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দল দক্ষিণ আফ্রিকা।

দু’দলের শেষ ৫ ম্যাচের পাঁচটিতেই জয় প্রোটিয়াদের। একই সঙ্গে দলে রয়েছেন এবিডি ভিলিয়ার্স, ডি কক, হাসিম আমলা, ডুমিনিদের মতো মারকাটারি ব্যাটসম্যান।

বিশ্বের সেরা দশ বোলারে মধ্যে দক্ষিণ আফ্রিকারই রয়েছেন চার জন। বোলিং ডিপার্টমেন্টটাও ইমরান তাহির, কাগিসো রাবাদাদের মতো বোলারদের নিয়ে।

তার পরেও পূর্ব পরিসংখ্যান বলছে আইসিসির আসরগুলোতে ভালো খেলে লঙ্কানরা।

শ্রীলঙ্কা দল:

উপুল থারাঙ্গা (অধিনায়ক), নিরোশান ডিকভেলা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল (উইকেটরক্ষক), কুশল পেরেরা, চামারা কাপুগেদারা, অসেলা গুনারত্নে, সেকুগে প্রসন্নে, সুরঙ্গা লাকমল, নুয়ান প্রদীপ ও লাসিথ মালিঙ্গা।

দক্ষিণ আফ্রিকা দল :

এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), হাশিম আমলা, কুইন্টন ডি কক (উইকেট রক্ষক), ফ্যাফ ডু প্লেসিস, ডেভিড মিলার, জেপি ডুমিনি, ক্রিস মরিস, ওয়েন পারনেল, কাগিসো রাবাদা, মরনে মর্কেল ও ইমরান তাহির।

ওয়াই/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh