• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

টেনিসে ইতিহাস আরব নারীর

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৩ জুন ২০১৭, ১২:৫৯

ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়েছেন তিউনিশিয়ার নারী অনস জাবিউর। নারী এককে বিশ্ব র‌্যাঙ্কিংধারী ডোমিনিকা সিবুলকোভাকে হারিয়ে এ ইতিহাস গড়েন তিনি।

বুধবার রোঁলা-গ্যাঁরোর সুজান লেংলেন কোর্টে ডোমিনিকাকে ৬-৪, ৬-৩ গেমে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ড নিশ্চিত করেন জাবিউর। এর মধ্য দিয়ে শুধু প্রথম তিউনিশিয়ান হিসেবে নয়, প্রথম আরব নারী হিসেবে কোনো গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেন তিনি।

এমন কীর্তি গড়ার পর নিউ ইয়র্ক টাইমসকে জাবিউর বলেন, ইতিহাস গড়তে পেরে অভিভূত। তবে এতে আমার কোনো নজর ছিল না। আমি শুধু জয়-ই চেয়েছি। এরকম ইতিহাস আমি আরো গড়তে চাই।

তবে তৃতীয় রাউন্ডে ৬-২, ৬-২ গেমে জয় তুলে নিয়ে জাবিউরের সেই স্বপ্নে জল ঢেলেছেন সাবেক ফ্রেঞ্চ ওপেন সেমিফাইনালিস্ট তিমিয়া বাক্সিংস্কি।

ফ্রেঞ্চ ওপেন থেকে বিদায় নেয়ার পর জাবিউর বলেন, এখানেই আমার শেষ নয়। আমার স্বপ্নের কেবল শুরু। সামনে আরোর সুযোগ আসবে। তা কাজে লাগাতে চাই।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh