• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

এগিয়ে নিচ্ছেন তামিম-মুশফিক

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০১ জুন ২০১৭, ১৭:৩৮

চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্ভোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের ব্যাটিংয়ে বড় সংগ্রহের দিকে এগোচ্ছে বাংলাদেশ। ৩০ ওভার শেষ দলের সংগ্রহ দুই উইকেটে ১৫৯ রান।

লন্ডনের কেনিংটন ওভালে টস জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগান।

৯২ বলে ৭৭ রান করে তামিম আর ৩২ বলে ৩১ রান করেছেন মুশফিক।

এর আগে ১৯তম ওভারের দ্বিতীয় বলে মার্ক উডের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন ইমরুল কায়েস। ফেরার সময় ২০ বলে ১৯ রান করেন তিনি।

ওপেনিং জুটিতে তামিমকে সাথে নিয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন সৌম্য সরকার। পেস সহায়ক ওভালে শুরুতেই গতির ঝড় তোলেন ইংলিশ পেসাররা।

১১ তম ওভারে বল করছিলেন বেন স্টোকস। শেষ বলে বদলি খেলোয়াড় জনি বেয়ারস্টোর হাতে ক্যাচ দিয়ে ফেরেন সৌম্য। এসময় ৩৪ বলে ২৮ রান করেন তিনি।

ম্যাচটিকে কেন্দ্র করে সেরা একাদশ সাজিয়েছে বাংলাদেশ। দীর্ঘদিন দলে ফেরানো হয়েছে ইমরুল কায়েসকে। ওয়ানডাউনে কয়েক সিরিজে নিয়মিত খেলে আসা সাব্বির রহমানের জায়গায় খেলবেন তিনি। আর মিডলঅর্ডারে খেলবেন সাব্বির। এভাবে দল সাজাতে গিয়ে বাদ পড়েছেন স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এছাড়া দলের নিয়মিত পারফরমাররা সবাই রয়েছেন।

বাংলাদেশ একাদশ:

১. তামিম ইকবাল, ২. সৌম্য সরকার, ৩. ইমরুল কায়েস, ৪. মুশফিকুর রহিম (উইকেটরক্ষক) ৫. মাহমুদুল্লাহ রিয়াদ, ৬. সাকিব আল হাসান, ৭. মোসাদ্দেক হোসেন সৈকত, ৮. সাব্বির রহমান, ৯. মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), ১০. রুবেল হোসেন ও ১১. মুস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড স্কোয়াড :

১. ইয়োন মরগান (অধিনায়ক), ২. মইন আলী, ৩. জস বাটলার, ৪. অ্যালেক্স হেলস, ৫. জো রুট, ৬. জেসন রয়, ৭. বেন স্টোকস, ৮. ক্রিস ওকস, ৯. লিয়াম প্লানকেট, ১০. মার্ক উড, ১১. জ্যাক বল।

ওয়াই/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh