• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ইতিহাস গড়ার দোরগোড়ায় রিয়াল-জিদান

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩০ মে ২০১৭, ০৯:২২

নতুন ইতিহাস গড়ার দোরগোড়ায় রিয়াল মাদ্রিদ ও জিনেদিন জিদান। চ্যাম্পিয়নস ট্রফি জিতলে ইতিহাসে প্রথম কোনো দল হিসেবে টানা দু’মৌসুমে তা ঘরে তোলার রেকর্ড গড়বে স্প্যানিশ জায়ান্টরা। একইসঙ্গে প্রথম কোনো কোচ হিসেবে একই কীর্তি গড়বেন জিদান। এমন মধুর রেকর্ড গড়ার স্বপ্ন নিয়ে আসছে শনিবার কার্ডিফে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে জুভেন্টাসের সঙ্গে লড়াইয়ে অবতীর্ণ হবে রিয়াল মাদ্রিদ।

১৯৯২ সালে ইউরোপীয় কাপ টুর্নামেন্ট পরিণত হয় চ্যাম্পিয়নস লিগে। তখন থেকে এখন পর্যন্ত ইউরোপের কোনো ক্লাব পরপর দু’মৌসুমে এ শিরোপা জিততে পারেনি। এমনকি কোনো কোচেরও সেই সৌভাগ্য হয়নি।

রিয়াল মাদ্রিদ এ শিরোপা জিতলে বেশ ভালোভাবেই রেকর্ড বইয়ের পাতা ওলট পালট হবে। প্রথমবারের মতো সিনিয়র দলের দায়িত্ব গ্রহণের দেড় বছরের মধ্যে জিনেদিন জিদান হবেন টানা দু’বার এ প্রতিযোগিতার শিরোপাজয়ী একমাত্র কোচ। এটি জিতলে ১২বার চ্যাম্পিয়নস লিগ শিরোপা ঘরে তুলবে রিয়াল। যা হবে ইউরোপের কোনো ক্লাবের পক্ষে সর্বোচ্চ চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের রেকর্ড। একইসঙ্গে রিয়ালের সফল মৌসুমও হবে এটি।

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে রিয়াল। এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে জিদান বলেন, আমি এ দলের কোচ, এর মানে আমি ক্লাবটিকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাচ্ছি। তবে সত্যি বলতে কি? দলের প্রতি সদস্যই এ অসাধারণ অর্জনের ভাগীদার।

গেলো সপ্তাহেই লা লিগার শিরোপা ঘরে তুলেছে স্প্যানিশ জায়ান্টরা। এরপর ’৯৮ বিশ্বকাপজয়ী ফ্রান্স অধিনায়ক বলেন, এটি আমার ক্যারিয়ারে সবচে’ বড় অর্জন।এটিই সবচে’ খুশির দিন।

এমন মন্তব্যের পর অনেকে বলে ফেলেন বিশ্বকাপ জয় থেকেও একে বড় করে দেখছেন জিদান।

ফাইনালে প্রতিপক্ষ জুভেন্টাস সম্পর্কেও ভালো ধারণা রয়েছে জিনেদিন জিদানের। ২০০১ সালে এ ইতালিয়ান জায়ান্ট থেকে রেকর্ড পরিমাণ অর্থে রিয়াল মাদ্রিদে যোগ দেন ফরাসি কিংবদন্তি।

ফাইনালে নিয়ে রিয়াল কোচ বলেন, ম্যাচটি অবশ্যই আমার কাছে বিশেষকিছু। খেলোয়াড়ি ক্যারিয়ারে ওই ক্লাব আমাকে দু’হাত ভরে দিয়েছে। এখন আমি রিয়াল মাদ্রিদে। আশা করি, ফাইনালটি দারুণ হবে।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্সেনালকে হারিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গী বায়ার্ন
ম্যানসিটিকে কাঁদিয়ে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ
রিয়াল-বার্সেলোনার কষ্টার্জিত জয়
ইংলিশ প্রিমিয়ার লিগসহ টিভিতে আজকের খেলা
X
Fresh