• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশে আসছেন মার্গারিটা!

অনলাইন ডেস্ক
  ২২ আগস্ট ২০১৬, ১৩:৩৯

বাংলাদেশে আসছেন মার্গারিটা। অলিম্পিকের পরপরই তাকে নিয়ে আসবেন তার বাবা আবদুল্লাহ আল মামুন। জানালেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

রোববার ফেসবুকে মার্গারিটাকে নিয়ে দেয়া পোস্টে তিনি লেখেন, ‘ইউরোপিয়ান চ্যম্পিায়নশিপ জেতার ২ দিন পর গেল বছর এইসময়ে তাদের সম্মানে নৈশ্যভোজের আয়োজন করেছিলাম মস্কোর অদূরে। মামুন ভাই কথা দিয়েছেন অলিম্পিকের পরে মেয়েকে নিয়ে বাংলাদেশে আসবেন।’

নৈশভোজের কয়েকটি ছবিও পোস্ট করেন শাহরিয়ার আলম।

বাংলাদেশের হয়ে মার্গারিটার অলিম্পিকের অংশগ্রহণের ইচ্ছাটাও জানান তিনি। আরেকটি পোস্টে প্রতিমন্ত্রী লেখেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের সময় মার্গারিটার পিতা বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনে যোগাযোগ করেছিলেন তার মেয়েকে বাংলাদেশের হয়ে অংশগ্রহণ করানোর জন্য, কিন্তু তখনকার প্রশাসন আগ্রহ প্রকাশ করেনি।’

মস্কোতে জন্ম নেয়া মার্গারিটার বাবা আব্দুল্লাহ আল মামুন পেশায় মেরিন প্রকৌশলী। মা সাবেক রিদমিক জিমন্যাস্ট। তার কাছ থেকেই দীক্ষা পেয়েছেন মার্গারিতা।

স্বর্ণজয়ের পরে মার্গারিটা সাংবাদিকদের বলেন, এ জয় দু’দেশের জন্য। আমি এটা জেনে খুব খুশি যে বাংলাদেশের অনেক ভক্ত আমাকে সমর্থন করছে।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh