• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

সরে গেলেন ডেভিড ময়েস (ভিডিও)

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ মে ২০১৭, ১০:৫১

ইউরোপের লিগ মৌসুম শেষ হওয়ায় এবার কোচদের সাফল্য-ব্যর্থতার খতিয়ান নিয়ে হাজির ক্লাবগুলো। আর ব্যর্থতা মাথায় নিয়ে প্রথমেই সরে গেলেন ইংলিশ ক্লাব সান্ডারল্যান্ড কোচ ডেভিড ময়েস।

পয়েন্ট টেবিলে সবশেষ অবস্থানে থেকে লিগ শেষ করায় রেলিগেশনে গেছে সান্ডারল্যান্ড। ইংলিশ প্রিমিয়ার লিগে ময়েসের অধীনে ৩৮ ম্যাচ খেলে মাত্র ৬টিতে জিতেছে ‘ব্ল্যাক ক্যাটস’রা। তাই ব্যর্থতা মেনে পদ ছেড়েছেন ৫৪ বছরের এ স্কটিশ কোচ।

সরে দাঁড়ানোর পর বিবৃতিতে ডেভিড ময়েস বলেন, সান্ডারল্যান্ডের দেখভালোর সুযোগ করে দেয়ার জন্য ক্লাবটির কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। সেইসঙ্গে ধন্যবাদ জানাই দলটির সমর্থকদের। দলের চরম ভরাডুবির মধ্যেও তারা সমর্থন দিয়ে গেছেন।

খেলোয়াড়দের শুভকামনায় তিনি বলেন, খেলোয়াড় ও আমার উত্তরাধিকারদের প্রতি শুভকামনা রইলো। আশা করি, প্রিমিয়ার লিগে তারা আবার ঘুরে দাঁড়াবে।

এদিকে এক মৌসুম পরই পদ ছাড়লেন পর্তুগিজ ক্লাব পোর্তোর কোচ নুনো সান্তো। বেনফিকা থেকে ছয় পয়েন্ট পেছনে দ্বিতীয় স্থানে থেকে লিগ শেষ করেছে পোর্তো। দলের পারফরম্যান্সে তেমন ধার দেখাতে পারেননি নুনো। তাই সমঝোতার মাধ্যমে দু’বছরের চুক্তির ইতি টানলেন তিনি।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh