• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পিচিচি-ইউরোপিয়ান গোল্ডেন শু জিতলেন মেসি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ মে ২০১৭, ০৮:৫৬

দল জেতেনি, তবে জিতেছেন লিওনেল মেসি। বার্সেলোনা স্প্যানিশ লা লিগা শিরোপা খোয়ালেও এ লিগে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন তিনি।

এবারের লিগে ৩৪ ম্যাচে ৩৭ গোল করেছেন মেসি। এ সুবাদে লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘পিচিচি ট্রফি’ এবং ইউরোপের লিগগুলোর মধ্যে সর্বোচ্চ গোলের জন্য গোল্ডেন শু জিতেছেন তিনি।

এ নিয়ে চতুর্থবারের মতো ‘পিচিচি ট্রফি’ বগলদাবা করলেন খুদে জাদুকর। ছুঁয়ে ফেলেছেন কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাসকে।

এর আগে ২০০৯-১০, ২০১১-১২ ও ২০১২-১৩ মৌসুমে ‘পিচিচি ট্রফি’ জেতেন পাঁচবারের ফিফা বর্ষসেরা ফুটবলার।

‘পিচিচি ট্রফি’ জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোকেও ছাড়িয়ে গেছেন লিওনেল মেসি। তিনবার এ ট্রফি জেতেন সিঅরসেভেন।

২০১০-১১, ২০১৩-১৪ ও ২০১৪-১৫ মৌসুমে এ ট্রফি জেতেন পর্তুগিজ উইঙ্গার।

এ ট্রফি জয়ে সবার ওপরে রয়েছেন স্প্যানিশ ফুটবল কিংবদন্তি তেলমো জারা। তিনি মোট ছয়বার এ ট্রফি নিজের শোকেসে ভরেন।

এবারের লা লিগায় ৩৫ ম্যাচে ২৯ গোল করে দ্বিতীয় স্থানে রয়েছেন লুইস সুয়ারেজ। আর ২৯ ম্যাচে ২৫ গোল করে তৃতীয় স্থানে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

শনিবার রাতে লিগ রাউন্ডের শেষ ম্যাচে এইবারের বিপক্ষে ৪-২ গোলে জিতেও শিরোপা ধরে রাখতে পারেনি লিওনেল মেসির বার্সেলোনা। অপর ম্যাচে মালাগার বিপক্ষে ২-০ গোলে জিতে ম্যাচ ও পয়েন্ট ব্যবধানে লা লিগা চ্যাম্পিয়ন হয় ক্রিশ্চিয়ানো রোনালদোর রিয়াল মাদ্রিদ।

এদিকে, এ মৌসুমে বার্সেলোনার হয়ে ৫০০ গোলের মাইলফলক ছোঁয়া মেসি ইউরোপিয়ান গোল্ডেন শু জিতেছেন বাস দোস্তকে পেছনে ফেলে। পর্তুগিজ লিগে স্পোর্তিং ক্লাবের এ স্ট্রাইকারের মোট গোল ৩৪।

এ নিয়ে রোনালদোর সমান চারটি ইউরোপিয়ান গোল্ডেন শু জিতলেন বার্সার আর্জেন্টাইন সুপারস্টার।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জোড়া গোল ও অ্যাসিস্টে মায়ামিকে জেতালেন মেসি
মেসির আগমন নিয়ে যা বললেন পাপন
পাঁচ গোল করে ভাইরাল মেসি পুত্র
মেসির ঝলকে মায়ামির জয়
X
Fresh