• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

চ্যাম্পিয়নস ট্রফি শেষ উমর আকমলের

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ মে ২০১৭, ১৩:৩৭

দুর্ভাগ্য উমর আকমলের। ফিটনেস পরীক্ষায় ব্যর্থ হলেন তিনি। ফলে চ্যাম্পিয়নস ট্রফি খেলা হচ্ছে না তার। এরই মধ্যে এ হার্ডহিটার ব্যাটসম্যানের বদলি খুঁজতে শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

সোমবার পিসিবি সভাপতি শাহরিয়ার খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চ্যাম্পিয়নস ট্রফি সামনে রেখে ইংল্যান্ডে চলমান ক্যাম্পে দু’ফিটনেস পরীক্ষায় ব্যর্থ হয়েছেন উমর আকমল। তাই আইসিসির গুরুত্বপূর্ণ এ ইভেন্টে তার খেলা হচ্ছে না। বদলি হিসেবে অন্য কাউকে ইংল্যান্ডে পাঠানো হবে।

পিসিবি সভাপতি বলেন, আমাদের নীতি অনুযায়ী; কোনো আনফিট ক্রিকেটার আইসিসির গুরুত্বপূর্ণ ইভেন্টে অংশ নিতে পারে না। তাই তাকে দেশে ডেকে পাঠানো হয়েছে। তার জায়গায় অন্য কাউকে পাঠানো হবে। বদলি ক্রিকেটার পাঠানোর ডেডলাইন ( নির্ধারিত সময়) ২৫ মে। এর মধ্যেই কাউকে পাঠানো হবে।

শাহরিয়ার খান বলেন, আমরা জানি; সে দলের জন্য গুরুত্বপূর্ণ ছিল। ও উঁচুমানের ক্রিকেটার। এ ইভেন্টে তাকে দরকার ছিল। তবুও সেই সিদ্ধান্ত আমাদের নিতেই হচ্ছে।

এর আগে ঘরোয়া ক্রিকেটে পেসার জুনায়েদ খানের সঙ্গে বাকবিতণ্ডার জের ধরে উমর আকমলকে জরিমানা করে পিসিবি।

৪ জুন ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির মিশন শুরু করবে পাকিস্তান।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh