• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

এক ম্যাচে ৬৮২ রান!

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ মে ২০১৭, ২৩:৫৫

ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ৩৩৯ রান করেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। জবাবে ৯ উইকেটে ৩৪৩ রান করেছে শেখ জামাল। তাদের জয়ে এটি পরিণত হয়েছে ৬৮২ রানের ম্যাচে!

বিকেএসপির তিন নম্বর মাঠে মোহামেডানের শামসুর রহমানের ১৪৪ ও রনি তালুকদারের ১১০ রানের দুর্দান্ত ইনিংস দু’টি এক রকম বৃথাই গেছে।

শেখ জামালের প্রশান্ত চোপড়ার ৮৬, সোহাগ গাজীর ৮৯, তানভীর হায়দারের ৭৭ ও ইলিয়াস সানির অপরাজিত ৩৯ রান অনায়াসেই দলকে পৌঁছে দেয় জয়ের বন্দরে।

বিকেএসপির চার নম্বর মাঠে ডিপিএলের অপর ম্যাচে ৫ উইকেটে খেলাঘরের বিপক্ষে জয় পেয়েছে কলাবাগান ক্রীড়া চক্র। ২০৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৪৭ ওভার ৫ বলে জয়ে পৌঁছে যায় কলাবাগান। এর আগে খেলাঘর ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ২০৪ রান করে।

এছাড়া ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৭ উইকেটে জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ২১৫ রানের টার্গেটে খেলতে নেমে ৩ উইকেট হারিয়ে ৪৬ ওভার ৫ বলে জয় নিশ্চিত করে প্রাইম ব্যাংক। প্রথমে ব্যাট করে ২১৪ রান করে মাঠ ছাড়ে।

কে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh