• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ মে ২০১৭, ১৭:০৪

ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করছে নিউজিল্যান্ড। ১৫ ওভারে এক উইকেট হারিয়ে ৯৩ রান সংগ্রহ করেছে দলটি।

রোববার বিকেলে ডাবলিনের মালাহিডে ব্যাট করতে নেমে ৩১ বলে ৩৫ রান করে ক্রেইগ ইয়ংয়ের বলে আউট হন কিউই ওপেনার লুক রনকি। টম ল্যাথাম ৩৫ বলে ৩২ ও নেইল ব্রুম ৫ বলে ৫ রান নিয়ে এখন ব্যাট করছেন।

এ সিরিজে স্বাগতিকদের বিপক্ষে বৃষ্টির কারণে বাংলাদেশের প্রথম ম্যাচ পরিত্যক্ত হয়। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে যায়। তৃতীয় ম্যাচে আইরিশদের ৮ উইকেটে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দু’য়ে আছে টাইগাররা।

নিজেদের প্রথম দু’টি ম্যাচ জিতে পূর্ণ ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে নিউজিল্যান্ড। আয়ারল্যান্ডের বিপক্ষে রোববার জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে কিউইদের।

নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারালেও দ্বিতীয় অবস্থানেই থাকবে বাংলাদেশ। তবে শ্রীলঙ্কাকে টপকে র‌্যাঙ্কিংয়ে ছয়ে চলে আসবে টাইগাররা।

রোববারের ম্যাচে নিউজিল্যান্ড ৪টি আর আয়ারল্যান্ড ২টি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে।

নিউজিল্যান্ড দল : টম ল্যাথাম (অধিনায়ক), লুক রনকি, রস টেলর, নেইল ব্রুম, কলিম মুনরো, কোরি অ্যান্ডারসন, অ্যাডাম মিলনে, ম্যাট হেনরি, স্কট কুগেলেইন, মিচেল সান্তনার ও ইশ শোধি।

আয়ারল্যান্ড দল : উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), পল স্টার্লিংম, নেইল ও’ব্রায়েন, অ্যান্ডি বালবিরনি, গ্যারি উইলসন, কেভিন ও’ব্রায়েন, সিমি সিং, জর্জ ডকরেল, ব্যারি ম্যাকআর্থি, ক্রেইগ ইয়ং ও পিটার চেজ।

কে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh