• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

ইউরোপের লিগে প্রথম নারী রেফারি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ মে ২০১৭, ১৪:১৫

ইউরোপের লিগে প্রথম নারী রেফারি হিসেবে নাম লেখাতে যাচ্ছেন জার্মানির পুলিশ কর্মকর্তা বিবিয়ানা স্টেনহাস।

জার্মান ফুটবল লিগ বুন্দেসলিগার ২০১৭-১৮ মৌসুমে নিয়োগ দেয়া নতুন চার রেফারির অন্যতম হচ্ছেন স্টেনহাস।

আসছে আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে বুন্দেসলিগার দ্বিতীয় পর্ব।

এরই মধ্যে জার্মানির দ্বিতীয় বিভাগে ৮০টি খেলা পরিচালনা করেছেন ৩৮ বছরের এ নারী।

স্টেনহাস বলেন, আমি বুন্দেসলিগার প্রথম নারী রেফারি হয়েছি। এখন মাঠে খেলা পরিচালনার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। সংবাদ মাধ্যম এবং দর্শকরাও অপেক্ষা করছে ওই সময়ের জন্য। আমাদের সবার জন্যই এ স্বপ্ন সত্য হয়ে এসেছে।

জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রেইনহার্ড গ্রিনডেল বলেছেন, তার এই দৃষ্টান্ত নারীদের জন্য উৎসাহ হিসেবে কাজ করবে।

২০০৫ সালের নারী বিশ্বকাপের ফাইনালে আমেরিকা ও জাপানের মধ্যকার ম্যাচটির দায়িত্বও পেয়েছিলেন তিনি।

২০১৪ সালের বায়ার্ন মিউনিখের একটি ম্যাচে চতুর্থ রেফারির দায়িত্ব পালন করছিলেন স্টেনহাস। ম্যাচ চলাকালে দলটির কোচ পেপ গার্দিওলা স্টেনহাসের কাঁধে হাত দিয়ে কথা বলতে থাকেন। সেসময় কাঁধ থেকে হাত সরিয়ে দিয়ে আলোচনায় আসেন এ নারী।

ওয়াই/এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh