• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

বিপিএলে ফিরলো সিলেট

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ মে ২০১৭, ১০:৫৪

এক বছর পর ফের বিপিএলে ফিরছে সিলেট। ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে প্রথমবারের মতো ভেন্যু হিসেবেও যুক্ত হচ্ছে সিলেট।

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের পৃষ্ঠপোষকতায় ফ্রাঞ্চাইজিটির মালিকানা নিতে যাচ্ছে সিলেট স্পোর্টস লিমিটেড।

এর সঙ্গে যুক্ত থাকছেন প্রবাসীসহ সিলেটের একঝাঁক ক্রীড়া সংগঠক।

সিলেট রয়্যালস নামে নিবন্ধিত হতে শনিবার বিকেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) সব আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করেন সিলেট স্পোর্টসের কর্তারা।

দলটির সমন্বয়ক হিসেবে থাকছেন বিসিবি পরিচালক শফিউল আলম নাদেল।

বিপিএলের তৃতীয় আসরে অংশ নেয়া ছয়টি দল থেকে চতুর্থ আসরে বাদ দেয়া হয় সিলেট রয়্যালসকে। মালিকানা বদলে বিপিএলের গেলো আসরে ফিরে আসে প্রথম দুই আসরে অংশ নেয়া ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ও খুলনা। এক আসর পর নতুন মালিকানায় ফিরছে সিলেট।

এ প্রসঙ্গে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য শেখ সোহেলের ভাষ্য, গেলোবার সিলেটকে আসরের বাইরে রেখে দিয়েছিলাম যাতে ভাল কাউকে দিয়ে দল পরিচালনা করা যায়। আপনারা জানেন যে, অর্থমন্ত্রী সিলেটের দায়িত্ব নিজে নিয়েছেন। এবার সিলেটে একটা ভেন্যু হবে ও খেলা পরিচালনা হবে। আমরা আশা করি, গুণগত মানসম্পন্ন একটি দল হিসেবেই সিলেট বিপিএলে অংশ নেবে।

ওয়াই/এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh