• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

দেশে ফিরলো চ্যাম্পিয়নরা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২০ মে ২০১৭, ২৩:২৭

নেপালে আইটিএফ এশিয়ান অনূর্ধ্ব- ১২ টেনিস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরলো বাংলাদেশ খুদে দল। প্রতিযোগিতার ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-০ ম্যাচে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা।

বালক এককের প্রথম ফাইনালে রুম্মন হোসেন, দ্বিতীয় ফাইনালে মেহেদী হাসান আলভি ও দ্বৈতে রুম্মন-জোবায়ের জুটি নেপালকে হারিয়ে এ জয় এনে দেন।

একই টুর্নামেন্টে বাংলাদেশ বালিকা দল ০-৩ ম্যাচে নেপালের কাছে হেরে চতুর্থ হয়।

এবারের প্রতিযোগিতায় স্বাগতিক নেপালসহ বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, ভূটান, পাকিস্তান ও মালদ্বীপ অংশ নেয়।

বিকেলে বাংলাদেশ দলের খেলোয়াড়রা বিমানবন্দরে এসে পৌঁছলে তাদের ফুল দিয়ে বরণ করে নেন ফেডারেশন ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

এ টুর্নামেন্টের আয়োজন করে অল নেপাল লন টেনিস অ্যাসোসিয়েশন (এএনএলটিএ)।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘটনাবহুল ম্যাচে বার্সাকে কাঁদিয়ে সেমিতে পিএসজি
বায়ার্নকে টপকে ১২০ বছরের আক্ষেপ ঘুচালো লেভারকুসেন
‘ফুটবলের উজ্জ্বল তারকারা অবশ্যই ফর্মে ফিরবে’
আইএসের হুমকি, পিএসজি-বার্সেলোনা ম্যাচের নিরাপত্তা জোরদার
X
Fresh