• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

আয়ারল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচে চাতকের চোখ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২০ মে ২০১৭, ২২:৫৭

ওয়ালটন ত্রিদেশীয় সিরিজের পঞ্চম ম্যাচে রোববার মুখোমুখি হচ্ছে আয়ারল্যান্ড-নিউজিল্যান্ড। চাতকের মতো এ ম্যাচের দিকে চেয়ে আছে বাংলাদেশের কোটি ক্রিকেটপ্রেমী। সবার একটাই চাওয়া ম্যাচটিতে হেরে যাক নিউজিল্যান্ড, জয় পেয়ে যাক আয়ারল্যান্ড। কিন্তু কেন? তাহলে চলুন, এবার শুনি সেই গল্প-

শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। এরপরই সবার প্রত্যাশা বেড়ে গেছে। এ পর্যায়ে কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে মাশরাফি বাহিনী। এ ম্যাচে নিউজিল্যান্ড হারলে এবং সিরিজের শেষ ম্যাচে তাদের বিপক্ষে জয় পেলে শিরোপা জিতবে টাইগাররা।

তবে ম্যাচটি শুধু বাংলাদেশের জন্য নয়, অপর দু’দলের জন্যও সমান গুরুত্বপূর্ণ। কারণ, ম্যাচটি জিতে কিউইরা চায় আগেভাগে সিরিজ নিশ্চিত করতে। আর ম্যাচটি জিতে সিরিজে জয়ের স্বাদ পেতে চায় আইরিশরা।

এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ডাবলিনের মালাহাইডে নামবে আয়ারল্যান্ড-নিউজিল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায়। এটি সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা, গাজী ও বিটিভি।