• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

পরের ম্যাচ জিতলেই ছয়ে উঠবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২০ মে ২০১৭, ১৩:০৫

পরের ম্যাচে জিতলেই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল-আইসিসি’র ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ছয়ে চলে আসবে বাংলাদেশ।

বর্তমানে ওয়ানডেতে ৯০ রেটিং পয়েন্ট নিয়ে সাতে রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশের চেয়ে মাত্র তিন পয়েন্ট বেশি নিয়ে র‌্যাঙ্কিংয়ে ছয়ে রয়েছে শ্রীলঙ্কা।

আয়ারল্যান্ডে চলমান ত্রিদেশীয় সিরিজে আসছে ২৪ মে নিজেদের পরের ম্যাচে নিউজিল্যান্ডকে হারাতে পারলে বাংলাদেশের নামের পাশে যোগ হবে তিন রেটিং পয়েন্ট। এতে রেটিং পয়েন্ট শ্রীলঙ্কার সমান হলেও ভগ্নাংশে এগিয়ে থেকে প্রথমবারের মতো ছয়ে ওঠে আসবে টাইগাররা।

চলমান সিরিজে আইরিশদের বিপক্ষে টাইগারদের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। নিজেদের পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে যায় তারা। তবে শুক্রবার তৃতীয় ম্যাচে ফের আইরিশদের মুখোমুখি হয়ে বোলিংয়ে-ব্যাটিংয়ে অসাধারণে নৈপুণ্য দেখায় তারা।

এদিন বল হাতে মুস্তাফিজুর রহমান-মাশরাফি বিন মুর্তজার রাজত্ব প্রতিষ্ঠার পর তামিম ইকবাল-সৌম্য সরকার-সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে স্বাগতিকদের বিধ্বস্ত করে এ সিরিজের প্রথম জয় তুলেছে বাংলাদেশ।

চ্যাম্পিয়নস ট্রফির আগে র‌্যাঙ্কিং বিবেচনায় নিউজিল্যান্ডের এ সিরিজের বিপক্ষে নিজেদের এ ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে থাকছে কিউইদের বিপক্ষে প্রথমবারের মতো অ্যাওয়ে সিরিজ জয়ের হাতছানি।

কে/ এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh