• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ফুটবল দলের নতুন কোচ এন্ড্রু ওর্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ মে ২০১৭, ১৫:০৯

গেলো সেপ্টেম্বরে ভুটানের কাছে হারের পর নতুন কোচের সন্ধানে নামে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অবশেষে সেই কোচের সন্ধান পেলো বাফুফে। বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে এন্ড্রু ওর্ডকে নিয়োগ দিতে যাচ্ছে দেশের ফুটবলের অভিভাবক সংস্থা।

ইংল্যান্ডের হার্ডার্সে জন্ম নেন ওর্ড। তবে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব নিয়ে পার্থে থাকেন তিনি।

৩৭ বছরের এ ফুটবল ব্যক্তিত্ব সবশেষ কাজ করেন অস্ট্রেলিয়ার এ লিগে পার্থ গ্লোরি ক্লাবের সহকারী কোচ হিসেবে। এশিয়াতেও তার কাজ করার অভিজ্ঞতা আছে। পার্থ গ্লোরির আগে তিনি থাইল্যান্ডের দু’টি ক্লাবের দায়িত্ব পালন করেন। তবে কোনো জাতীয় দলে কাজ করার অভিজ্ঞতা নেই।

সেই তাকেই বুধবার বাফুফের ন্যাশনাল টিমস কমিটির সভায় কোচ হিসেবে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে।

১ জুন ঢাকায় এসে এন্ড্রু ওর্ডের কাজ শুরু করার কথা রয়েছে।

এ বছর এএফসির বয়সভিত্তিক দু’টি টুর্নামেন্ট আছে। তবে এ মুহূর্তে জাতীয় দলের কোনো খেলা নেই। তাই যুব দলের কাজ দিয়ে শুরু হবে নতুন কোচের বাংলাদেশ মিশন।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে বাংলাদেশি যুবক নিহত
সাকিবের কাঁধে ভর করে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ
আঙুরে বাংলাদেশের বর্ধিত শুল্ক তুলে নিতে আবেদন ভারতীয় চাষিদের
এপেক্স ইন্টারন্যাশনাল জার্নালিস্ট কাউন্সিলের বাংলাদেশ চ্যাপ্টারের কমিটি গঠন
X
Fresh