• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

টানা তিন ইতালিয়ান কাপ জুভেন্টাসের (ভিডিও)

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ মে ২০১৭, ১৩:৩০

ইতালিয়ান কাপ ফুটবলের ফাইনালে লাৎসিওকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে জুভেন্টাস। এ নিয়ে প্রথম দল হিসেবে টানা তিনবার এ শিরোপা বগলদাবা করলো তুরিনের দলটি।

ঘরের মাঠে শুরু থেকেই প্রাধান্য বজায় রেখে খেলতে থাকে জুভেন্টাস। এর ফলও নগদে পায় তারা। মাত্র ১২ মিনিটে দানি আলভেজের গোলে লিড নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। অ্যালেক্স সান্রোর ক্রসে বল জালে জড়ান ব্রাজিলিয়ান এ তারকা

ম্যাচের ২৫ মিনিটে দলের ব্যবধান দ্বিগুণ করেন লিওনার্দো বোনুচ্চি। কর্নার থেকে পাওয়া বল জালে জড়ান ইতালির এ ডিফেন্ডার।

পিছিয়ে পড়ে খেলায় ফেরার প্রাণান্ত চেষ্টা চালায় লাৎসিও। তবে কাঙ্ক্ষিত সাফল্য পায়নি তারা। ফলে ২-০ ব্যবধান নিয়ে বিরতিতে যায় জুভেন্টাস।

বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ায় দু’দলই। ফলে পাল্টা আক্রমণে খেলা জমে উঠে। কিন্তু বাকি সময়ে কোনো দলই গোল দিতে পারেনি। শেষ পর্যন্ত জয়ের আনন্দে মাতে তুরিনের ক্লাব।

এ জয়ে ট্রেবল জয়ের সম্ভাবনাকে আরো উজ্জ্ব করেছে জুভেন্টাস।

এরই মধ্যে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলা নিশ্চিত করেছে ইতালির জায়ান্টরা। জুনের ৩ তারিখে রিয়াল মাদ্রিদের বিপক্ষে শিরোপা জিততে লড়বে তারা। আর সিরি আ’তে রোমা থেকে ৩ পয়েন্ট এগিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh