• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

সলিডারিটি গেমসে শ্যুটিংয়ে রূপা জিতলেন বাংলাদেশের রাব্বি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ মে ২০১৭, ২০:০৩

চতুর্থ ইসলামিক সলিডারিটি গেমসে সবাইকে চমকে রূপা জিতলেন শুটার রাব্বি হাসান মুন্না। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে ২৪৫.৫ পয়েন্ট স্কোর করে রূপা জেতেন তিনি।

আজারবাইজানের বাকুতে বাছাইপর্বেই কিছু করার ইঙ্গিত দেন রাব্বি। ৬২৪ স্কোর করে বাছাইপর্বে দ্বিতীয় হন তিনি। আর ৬২০.৩ স্কোর করে ষষ্ঠ হন দেশের তারকা শুটার আব্দুল্লাহ হেল বাকী। তবে মূল পর্বে রাব্বি পারলেও ব্যর্থ বাকী। কমনওয়েলথ গেমসে রূপাজয়ী এ শুটার হয়েছেন পঞ্চম।

মূল পর্বে ২৪৯.৮ স্কোর করে সোনা জিতেছেন তুরস্কের ওমর আকগুন।

শনিবার আরো পদক জেতার সুযোগ থাকছে বাংলাদেশ অ্যাথলেটদের সামনে। জিমন্যাস্টিকস, কারাতে ও ভারোত্তোলনে নামবেন লাল-সবুজের অ্যাথলেটরা।

পাশাপাশি নারীদের ১০ মিটার এয়ার রাইফেলে মূল পর্বে প্রতিযোগিতা করছেন শুটার সৈয়দা আটকিয়া হাসান। বাছাইপর্বে ৪১০.৪ স্কোর করে ষষ্ঠ হন তিনি।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছেলেকে পাশে নিয়েই বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেত্রী
‘রূপান্তর’ বিতর্ক নিয়ে ভিডিও বার্তায় যা বললেন জোভান
‘রূপান্তর’ নাটক নিয়ে মুখ খুললেন জোভান
সমালোচনার ঝড়, ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হলো ‘রূপান্তর’
X
Fresh