• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

এবার কাবাডি দল কিনলেন টেন্ডুলকার

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৩ মে ২০১৭, ১৮:০৪

ক্রিকেট-ফুটবল-ব্যাডমিন্টনের পর এবার কাবাডি দল কিনলেন ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার। ভারতীয় ধনকুবের এন প্রসাদের সঙ্গে যৌথভাবে তামিলনাড়ুভিত্তিক ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনেছেন তিনি।

টেন্ডুলকারের দল কেনার ফলে প্রো-কাবাডি লিগের (পিকেএল) পঞ্চম আসরে আরো চারটি দলের অংশ নেয়া নিশ্চিত হলো। দলগুলো হলো লিটল মাস্টারের তামিলনাড়ুর ইকুয়েস্ট এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড, হরিয়ানার জেএসডব্লু গ্রুপ, গুজরাটের আদানি গ্রুপ ও উত্তর প্রদেশের জিএমআর গ্রুপ।

ইন্ডিয়ান ফুটবল সুপার লিগে (আইএসএল) কেরালা ব্লাস্টার এফসির মালিক শচীন টেন্ডুলকার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ানসে শেয়ার আছে ভারতীয় ক্রিকেট দলের সাবেক মাস্টার ব্লাস্টারের। এছাড়া ব্যাডমিন্টন প্রিমিয়ার লিগের (বিপিএল) অন্যতম দল বেঙ্গালুরু ব্লাস্টারের কর্ণধার টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক।

পিকেএলের পঞ্চম আসর শুরু হবে জুলাইয়ে। নতুন চারটি দলসহ এ মৌসুমে মোট ১২টি ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে। অন্য আটটি দল হলো মুম্বাই, বেঙ্গালুরু, কলকাতা, হায়দরাবাদ, পাটনা, পুনে, জয়পুর ও দিল্লি।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh