• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সাজঘরে সাকিব, বিপর্যয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১২ মে ২০১৭, ১৭:২৯

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। শেষ খবর পর্যন্ত ১৫ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৭০ রান করেছে সফরকারীরা। ৩০ রানে তামিম ইকবাল ও ০ রান নিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ ক্রিজে রয়েছেন।

শুক্রবার ডাবলিনের দ্য ভিলেজ স্টেডিয়ামে টস হেরে সবুজ উইকেটে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বলে নেইল ও ব্রায়েনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মারকুটে ওপেনার সৌম্য সরকার (৫)। চতুর্থ ওভারের দ্বিতীয় বলে অযাচিত শট খেলতে গিয়ে মুরতাগের হাতে ক্যাচ দিয়ে ফেরেন হার্ডহিটার সাব্বির রহমান (০)। দুজনই শিকার হন পেসার পিটার চেজের।

দলীয় মাত্র ৯ রানে ২ উইকেট হারানোর পর ক্রিজে আসেন মুশফিকুর রহিম। তামিম ইকবালকে নিয়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন তিনি। তবে সেই যাত্রায় খুব একটা সফল হতে পারেননি মিস্টার ডিপেন্ডেবল। ১২ ওভারের প্রথম বলে উইলসনের হাতে ক্যাচ দিয়ে ম্যাককার্থির শিকার হয়ে ফেরেন এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান (১৩)।

মুশফিকের বিদায়ের পর তামিমকে নিয়ে রানের গতি বাড়ানোর চেষ্টা করেন সাকিব আল হাসান। তবে ১৫তম ওভারের শেষ বলে মেজাজ হারিয়ে শট খেলতে গিয়ে নেইল ও ব্রায়েনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন বাংলাদেশ অধিনায়ক (১৪)। তিনিও শিকার চেজের।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধির আহ্বান জানালেন চীনের কালচারাল কাউন্সিলর 
মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র : পররাষ্ট্র মন্ত্রণালয়
ফের বাংলাদেশের সিনেমায় পাওলি
যে কারণে চাকরি ছাড়লেন বাংলাদেশ ব্যাংকের ৫৭ কর্মকর্তা
X
Fresh