• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

আইপিএল খেলবেন না দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা!

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১২ মে ২০১৭, ১৫:০৪

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের (সিএসএ) দ্বন্দ্ব চরম পর্যায়ে পৌঁছছে। এ অবস্থায় প্রোটিয়া ক্রিকেটারদের ভবিষ্যতে আইপিএল খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

শুক্রবার এ নিয়ে প্রতিবেদন ছেপেছে ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। এতে জানানো হয়, দু’বোর্ডের দ্বন্দ্বের সূত্রপাত হয় মূলত ‘তিন মোড়ল’ইস্যু নিয়ে। ভারত এ কাঠামো টিকিয়ে রাখার পক্ষে থাকলেও এর ঘোর বিরোধী ছিল দক্ষিণ আফ্রিকা। গেলো মাসে আইসিসি’র বোর্ড সভায় ‘তিন মোড়ল’ ও লভ্যাংশ ইস্যুতে বিসিসিআই’র বিপক্ষে ভোট দেয় সিএসএ। পরে চলতি বছরের ডিসম্বরে সফর নিয়ে বিসিসিআই’র সঙ্গে সিএসএ’র দ্বন্দ্ব আরো চরমে পৌঁছেছে।

দক্ষিণ আফ্রিকার দাবি, বারবার তাগাদা সত্ত্বেও এখনো এ সফরের বিষয়টি নিশ্চিত করেনি ভারত।

এরই মধ্যে দক্ষিণ আফ্রিকা বোর্ডের প্রধান নির্বাহী হারুন লরগাত বিসিসিআইকে চিঠি পাঠিয়েছেন। এতে ডিসেম্বরে সফরের বিষয়টি দ্রুত নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি ‘হুমকি’ও দিয়েছেন।