• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বাংলাদেশের খেলা দেখাবে যেসব চ্যানেল

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১১ মে ২০১৭, ১৬:৩৪

চ্যাম্পিয়নস ট্রফির আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে ১২ মে (শুক্রবার) মাঠে নামছে বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের মোকাবেলা করবে টাইগাররা। এ নিয়ে প্রায় এক মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে মাশরাফি বাহিনী। সবশেষ শ্রীলঙ্কা সফরে দুর্দান্ত পারফরম করে তারা।

সিরিজে উদ্বোধনী ম্যাচের পরে ১৪ মে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ড। ১৭ মে নিউজিল্যান্ডের বিপক্ষে ও ১৯ মে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ২১ মে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। আর ২৪ মে শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

সিরিজে মোট ম্যাচ ছয়টি।অর্থাৎ প্রতিটি দলই একই প্রতিপক্ষের সঙ্গে দু’টি করে ম্যাচ খেলবে। সেই কোনো ফাইনাল ম্যাচ। সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহকারী হবে চ্যাম্পিয়ন। সব ম্যাচই হবে ডাবলিনে। প্রতিটিই শুরু হবে বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায়।

খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও মাছরাঙা টেলিভিশন। প্রবাসী বাংলাদেশিরা ওয়েবসাইট-cricketireland.ie থেকে টিকিট কিনতে পারবেন। টিকিটের দাম ১০ থেকে ২০ ইউরোর মধ্যে।