• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

একফ্রেমে কেন ম্যারাডোনা-রোনালদিনহো-লয়েড?

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১০ মে ২০১৭, ২৩:১৬

এবার একফ্রেমে বন্দি হলেন দু’ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা ও রোনালদিনহো। বৃহস্পতিবার বাহরাইনে শুরু হচ্ছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) ৬৭তম কংগ্রেস। এ উপলক্ষে সেখানে একত্রিত হয়েছেন ম্যারাডোনা-রোনালদোসহ সাবেক কয়েকজন তারকা ফুটবলার।

কংগ্রেস শুরুর আগে মঙ্গলবার দেশটির সিফ জেলার শপিং মলে ভক্তদের চাহিদা মেটান তারা। নানা বয়সী সমর্থকদের অটোগ্রাফ, ফটোগ্রাফ দেন ম্যারাডোনা-রোনালদিনহোরা। এ দলে ছিলেন আমেরিকার বিখ্যাত নারী ফুটবলার কার্লি লয়েডও। তারা শিশু-কিশোরদের সঙ্গেও ফুটবল খেলে কিছু সময় কাটান। এর ফাঁকে আর্জেন্টাইন, ব্রাজিলিয়ান ও আমেরিকান কিংবদন্তিরা সেলফিও তোলেন।

বাহরাইনের জাতীয় স্টেডিয়ামে কয়েকটি প্রীতি ম্যাচে অংশ নেবেন ম্যারাডোনা, রোনালদিনহো, কার্লি লয়েডরা। পরে যোগ দেবেন ফিফা কংগ্রেসে। সবকিছু ঠিক থাকলে তাদের সঙ্গে যোগ দেবেন ডেভিড ত্রেজেগুয়েট, কার্লোস ভালদেরামা, মাইকেল সালগাদো ও কাফু।

প্রীতি ম্যাচে খেলার কথা রয়েছে আর্জেন্টিনার সাবেক ফুটবলার পাবলো আইমার, মেক্সিকান গোলরক্ষক জর্জ ক্যাম্পোস, নাইজেরিয়ার এমানুয়েল ওকোচারোও। তাদের সঙ্গে খেলার কথা ফিফা ও ফুটবল সংশ্লিষ্ট ফেডারেশন কর্মকর্তাদেরও।

ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) শুভেচ্ছাদূত হয়ে বিশ্বব্যাপী শান্তির বার্তা ছড়িয়ে দেয়ার কাজ করছেন ম্যারাডোনা-রোনালদিনহো।

কয়েকদিন আগে ফের কোচিংয়ে ফিরেছেন আর্জেন্টাইন গ্রেট ডিয়েগো ম্যারাডোনা। আরব আমিরাতের দ্বিতীয় বিভাগের দল আল ফুজাইরাহ’র কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যারাডোনা ও পেলের মধ্যে কে সেরা, জানালেন ফিফা সভাপতি
মৃত্যুর তিন বছর পর কর ফাঁকির মামলায় মুক্তি পেলেন ম্যারাডোনা
‘ম্যারাডোনা অ্যাওয়ার্ড’ জিতলেন রোনালদো
X
Fresh