• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

টুর্নামেন্টের এ পর্যায়ে হায়দরাবাদে ফিজকে দরকার ছিল: গাভাস্কার

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ মে ২০১৭, ১৬:৩৬

মুম্বাই ইন্ডিয়ানসকে হারিয়ে আইপিএলের প্লে অফে খেলার আশা জিইয়ে রাখলো সানরাইজার্স হায়দরবাদ। ধীরে ধীরে শিরোপা ধরে রাখার সন্নিকটে চলে আসছে ডেভিড ওয়ার্নারের দল। এমন পর্যায়ে বাংলাদেশ বোলিং সেনসেশন মুস্তাফিজুর রহমানকে হায়দরাবাদের খুবই দরকার ছিল। মন্তব্য করলেন ভারতের ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাস্কার।

আইপিএল নিয়ে সনি সিক্সের প্রতিদিনের আলোচনা অনুষ্ঠান এক্সট্রা ইনিংসে তিনি এ মন্তব্য করেন।

এতে হাজির ছিলেন ক্রিকেট বিশ্লেষক ও ভারতের সাবেক বাঁহাতি স্পিনার মুরালি কার্তিকও। অনুষ্ঠানে উঠে আসে আইপিএলের নানা প্রসঙ্গ। তারই ধারাবাহিকতায় আসে মুস্তাফিজ। তার প্রসঙ্গ এলে গাভাস্কার বলেন, টুর্নামেন্টের এ টার্নিং পয়েন্টে ফিজকে হায়দরাবাদের খুবই দরকার ছিল। এখনকার ম্যাচগুলোতে তার অভিজ্ঞতা কাজে লাগতো।

এবারের আইপিএলে মুস্তাফিজকে মাত্র একটি ম্যাচ খেলিয়েছে হায়দরাবাদ। সেই ম্যাচে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। ২.২ ওভারে ৩৪ রান দিয়ে থাকেন উইকেটশূন্য। পরের ম্যাচগুলোতে দর্শক হয়ে থাকতে হয় তাকে।