• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বিসিবি’র সহযোগিতায় ‘সন্তুষ্ট’ ইংল্যান্ড প্রতিনিধিদল

অনলাইন ডেস্ক
  ১৯ আগস্ট ২০১৬, ১২:৩০

বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহযোগিতায় সন্তুষ্টি প্রকাশ করেছে ইংল্যান্ড ক্রিকেট প্রতিনিধিদল। বৃহস্পতিবার মিরপুর স্টেডিয়াম পরিদর্শন শেষে এমনটাই জানিয়েছেন প্রতিনিধি দলের প্রাধান।

দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে আসার কথা ইংল্যান্ড ক্রিকেট দলের। সিরিজকে সামনে রেখে আইন শৃঙ্খলা, মাঠ ও হোটেলসহ অন্যান্য সুযোগ-সুবিধা পরিদর্শনে বাংলাদেশে চারদিনের সফরে এসেছে তিন সদস্যের প্রতিনিধিদল। এরই অংশ হিসেবে দ্বিতীয় দিন তারা পরিদর্শন করেছেন শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম ও ক্রিকেট একাডেমি। এরপর তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও যান। সেখানে বৈঠক শেষে স্বরাষ্ট্রসচিব মোজাম্মেল হক খান জানান, বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইংল্যান্ড প্রতিনিধিদল তাদের সন্তুষ্টির কথা জানিয়েছে।

প্রতিনিধিদলে আছেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) নিরাপত্তা পরামর্শক রেজ ডিকসন, ইসিবির ডিরেক্টর অব ক্রিকেট অপারেশনস জন কার এবং পিসিএর প্রধান নির্বাহী ডেভিড লেদারডেল। তাঁদের প্রতিবেদনের ওপর অনেকাংশেই নির্ভর করবে ইংল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসবে কি না।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh