• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

মালদিনির পর শততম ম্যাচ বুফনের

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৪ মে ২০১৭, ১৫:৩৫

পাওলো মালদিনির পর দ্বিতীয় ইতালিয়ান হিসেবে উয়েফা চ্যাম্পিয়নস লিগে শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করলেন গোলরক্ষক জিয়ানলুইজি বুফন।

বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে মোনাকোর বিপক্ষে জুভেন্টাসের হয়ে এ কীর্তি গড়েন তিনি।

১৯৮৫ সালে এসি মিলানে যোগ দেন মালদিনি। এরপর সেখানেই ক্যারিয়ার শেষ করেন তিনি। ক্যারিয়ার শেষ করার আগে ক্লাবটির হয়ে ৬৪৭ ম্যাচে ২৯ গোল করেন এ ডিফেন্ডার। এর মধ্যে অসংখ্য অর্জন ও রেকর্ডের মালিক হয়েছেন।

চ্যাম্পিয়নস লিগে এসি মিলানের হয়ে ১৬১ ম্যাচ খেলেন ৪৮ বছরের মালদিনি। ইউরোপ ফুটবলে কোনো ক্লাবের হয়ে শততম বা তার চেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড প্রথম গড়েন তিনি। তাই তার কাছেই এতদিন ছিল এ অনন্য রেকর্ড। এবার তাতে ভাগ বসালেন তারই স্বদেশী।

১৯৯৫ সালে ইতালির পার্মার হয়ে ক্লাব ফুটবলে যাত্রা বুফনের। ২০০১ সাল পর্যন্ত পার্মার হয়ে ২২০ ম্যাচ খেলেন। এরপর জুভেন্টাসে যোগ দেন। ক্লাবটির হয়ে রাতে চ্যাম্পিয়নস লিগে শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন তিনি।

এমন অর্জনের রাতে মোনাকোকে ২-০ গোলে হারাতে মুখ্য ভূমিকা রাখেন বুফন। অতন্দ্র প্রহরীর মতো জুভেন্টাসের গোলবার সামলেছেন এবং মোনাকোর নিশ্চিত গোলগুলো নসাৎ করেছেন।

তাই এ বয়সেও নিজেকে উজাড় করে দেয়ার প্রতিজ্ঞা বুফনের। বললেন, এ বয়সেও নিজের সেরাটা দিতে মুখিয়ে থাকি। ফুটবল বিশ্বকে বুঝিয়ে দিতে চাই, উচ্চ পর্যায়ে আমি সেরাটা এখনো দিতে পারি। প্রতিদিনই নিজেকে নিয়ে অনেক কাজ করি, পরিশ্রম করি। যাতে মাঠে দলের জন্য সেরা পারফরম্যান্সই প্রদর্শন করতে পারি। রাতে করেছি, কতটুকু করতে পেরেছি জানি না। তবে দল জিতেছে, এটাই বড় অর্জন।

ম্যাচ জয় বড় অর্জন হলেও চ্যাম্পিয়নস লিগ নিয়ে নিজের লক্ষ্যটা পূরণ করতে চান বুফন। ক্লাবের হয়ে সব শিরোপা জিতলেও একমাত্র চ্যাম্পিয়নস ট্রফিটা র্স্পশ করা হয়নি তার। তাই চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে অনেক বড় স্বপ্ন এঁকে রেখেছেন তিনি। বলেন, আমরা আমাদের লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছি। এখানে দাঁড়িয়ে পরিশ্রম না করাটা বোকামি হবে। এখান থেকেই সেরাটা দিতে হবে আমাদের। আমাদের জন্য এ মৌসুমটি অন্যরকম। চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় বড় স্বপ্ন। সেটি পূরণ হলে স্মরণীয় হয়ে থাকবে এবারের মৌসুম।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh