• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

মিসবাহ-ইউনিসের জন্যই সিরিজ জিততে চান রিয়াজরা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩০ এপ্রিল ২০১৭, ১২:৫৫

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে পাকিস্তান। ব্রিজটাউনে এ ম্যাচ মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ৮টায়। এটি জিতে ঐতিহাসিক সিরিজ নিশ্চিত করতে চায় সফরকারীরা। মিসবাহ-ইউনিসদের বিদায়ী উপহার দেয়ার লক্ষ্যেই মাঠে নামবে তারা। অন্যদিকে এ ম্যাচ জিতে সিরিজে সমতা আনতে চায় ক্যারিবীয়রা।

প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে পাকিস্তান। পেসার মোহাম্মদ আমির ও লেগ স্পিনার ইয়াসির শাহ’র বোলিং নৈপুণ্যে জ্যামাইকার সাবিনা পার্কে অনায়াসে ৭ উইকেটের জয় পায় দলটি।

প্রথম টেস্টের পারফরম্যান্স দ্বিতীয় ম্যাচেও অনুবাদ করতে চায় পাকিস্তান। মিসবাহ-ইউনিসের বিদায়ী টেস্ট সিরিজ আগেইভাগেই জিততে চায় সফরকারীরা।

পেসার ওয়াহাব রিয়াজ বলেন, সিরিজে আমরা ১-০ ব্যবধানে এগিয়ে। দ্বিতীয় ম্যাচে ভালো খেলে সিরিজ নিশ্চিত করতে চাই। আগেভাগে সিরিজ জিতে মিসবাহ-ইউনিসকে মূল্যবান উপহার দিতে চাই। তারা পাকিস্তান ক্রিকেটের সেরা তারকা। সিরিজ জিতে তাদের বিদায় দিতে পারাটাই হবে আমাদের তরফ থেকে সেরা উপহার।

সিরিজে পিছিয়ে পড়লেও সমতা আনার সবরকম শক্তি-সামর্থ্য আছে ওয়েস্ট ইন্ডিজের। ক্যারিবীয় উইকেটরক্ষক-ব্যাটসম্যান শেন ডরউইচ বলেন, প্রথম টেস্ট হারলেও আমাদের মনোবল চাঙ্গা আছে। সিরিজে সমতা আনার জন্য আমরা প্রস্তুত। দ্বিতীয় ম্যাচেই আমরা ঘুরে দাঁড়াবো।

সিরিজে কি করলে সমতা আসবে সতীর্থদের জন্য তার পথও বাতলে দেন তিনি। বলেন, সিরিজে সমতা আনতে হলে ব্যাটসম্যানদের আরো ভালো পারফর্ম করতে হবে। তাদের বড় ইনিংস খেলতে হবে। প্রথম টেস্টে বোলাররা ভালো করেছে। সেই জায়গা থেকে বলা যায়, এ টেস্টে ব্যাটসম্যানদের ওপরই আমাদের সাফল্য নির্ভর করছে।

টেস্ট সিরিজের আগে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৪ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ৩-১ ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। আর ক্যারিবীয়দের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজটি ২-১ ব্যবধানে জয় পায় সরফরাজ বাহিনী।

এ টেস্ট সিরিজ খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাবেন পাকিস্তানের দু’মহাতারকা মিসবাহ-উল-হক ও ইউনিস খান।

ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ : জেসন হোল্ডার (অধিনায়ক), জার্মেন ব্ল্যাকউড, ক্রেগ ব্র্যাথওয়েট, রোস্টোন চেজ, দেবেন্দ্র বিশু, শেন ডরউইচ, শ্যানন গ্যাব্রিয়েল, শাই হোপ (উইকেটরক্ষক), শিমরন হেটমায়ার/ভিশাল সিং, আলজারি জোসেফ ও কাইরন পাওয়েল।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ : মিসবাহ-উল-হক (অধিনায়ক), সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), আহমেদ শেহজাদ, আজহার আলী, বাবর আজম, ইউনিস খান, আসাদ শফিক, ইয়াসির শাহ, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ ও মোহাম্মদ আব্বাস।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশে ৯৬ লাখেরও বেশি শিশুর রক্তে অতিরিক্ত মাত্রায় সিসা
গাজায় ১৩ হাজারের বেশি শিশু নিহত : ইউনিসেফ
X
Fresh