• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

টাইগারদের অনুশীলনের সুযোগ দিতে পেরে আনন্দিত সাসেক্স (ভিডিও)

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩০ এপ্রিল ২০১৭, ১১:৩২

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে নিজেদের মাঠে অনুশীলনের সুযোগ করে দিতে পেরে আনন্দিত ইংল্যান্ডের কাউন্টি ক্লাব সাসেক্স।

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়নস ট্রফি সামনে রেখে এখন ইংল্যান্ডে বাংলাদেশ দল।

সোমবার অরুনডেল ক্যাশল ক্রিকেট গ্রাউন্ডে ডিউক অব নরফোক একাদশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে মাশরাফি বাহিনী।এর আগে সাসেক্সের মাঠে অনুশীলন করেছে তারা। তাদের অনুশীলনের সুযোগ দিতে পেরে বেশ খুশি সাসেক্স।

নিজেদের ফেসবুক পেজে এ কথা জানিয়েছে সাসেক্স। এতে স্ট্যাটাসের পাশাপাশি বাংলাদেশের অনুশীলনের ভিডিও পোস্ট করেছে তারা। স্ট্যাটাসে সাসেক্স লিখেছে, টাইগাররা আমাদের শহরে। ডিউক অব নরফোক একাদশের বিপক্ষে প্রস্ততি ম্যাচের আগে তাদের অনুশীলনের সুযোগ দিতে পেরে আমরা আনন্দিত।

গেলো বুধবার রাতে ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়ে মাশরাফি বাহিনী। ইংল্যান্ডে পৌঁছে একদিন বিশ্রাম নেয়ার পরের দিনই অনুশীলনে নেমে পড়ে বাংলাদেশ। কাউন্টি ক্লাব সাসেক্সের মাঠে অনুশীলনে ব্যস্ত সময় পার করে টাইগাররা। সফরের প্রথম প্রস্তুতি ম্যাচ সামনে রেখে কঠোর অনুশীলন করে তারা।

সাসেক্সে ১০ দিনের ক্যাম্প করবে টাইগাররা। সেখানে ডিউক অব নরফোক একাদশের বিপক্ষে ছাড়াও আরো একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।

এর পরে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাবে তারা। এতে অপর দল নিউজিল্যান্ড। ১২ মে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের ম্যাচ দিয়ে ত্রিদেশীয় এ টুর্নামেন্ট শুরু হবে।

ত্রিদেশীয় সিরিজ শেষে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি খেলতে ফের ইংল্যান্ডে ফিরবে বাংলাদেশ। বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ দিয়ে এ টুর্নামেন্টের পর্দা উঠবে ১ জুন। পর্দা নামবে ১৮ জুন।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নস ট্রফি খেলবে বাংলাদেশ। তার আগে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের কন্ডিশনের সঙ্গে নিজেদের কতোটুকু মানিয়ে নিতে পারেন টাইগাররা তা এখন দেখার। অবশ্য এজন্য বেশ সময় পাচ্ছেন তারা।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শোচনীয় হারের পর আরও এক দুঃসংবাদ পেলো টাইগাররা
লঙ্কানদের বিপক্ষে জয়ের খরা কাটাতে মাঠে নামবে টাইগাররা
জয় দিয়েই ওয়ানডে সিরিজ শুরু করতে চায় টাইগাররা
জয়ের পথে হাঁটছে জুনিয়র টাইগাররা
X
Fresh