• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

দল বাড়লো পিএসএলে

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৯ এপ্রিল ২০১৭, ১৪:০৫

পাকিস্তান সুপার লীগে (পিএসএল) দল বাড়লো। পরের আসরে (তৃতীয়) মোট ৬টি দল অংশ নেবে। ২০১৮ সালেই তৃতীয় আসর মাঠে গড়াবে।

শনিবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।

এরই মধ্যে ষষ্ঠ দলটির জন্য নিলাম আহ্বান করেছে পিসিবি। নিলামের ডেডলাইন (সময়সীমা) নির্ধারণ করা হয়েছে ৩০ মে। এর মধ্যে পিসিবির কাছে প্রস্তাব পাঠাতে হবে আগ্রহী পক্ষকে।

পিএএসলের প্রথম দু’মৌসুমে ৫টি করে দল অংশ নিয়েছে। এগুলো হলো লাহোর কালান্দার্স, ইসলামাবাদ ইউনাইটেড, করাচি কিংস, কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ও পেশোয়ার জালমি। ষষ্ঠ দলটি কে হতে যাচ্ছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি পিএসএল ম্যানেজমেন্ট। তবে বোর্ডের সংক্ষিপ্ত তালিকায় রয়েছে ৫টি দল। এগুলো হলো হায়দরাবাদ, ডেরা মুরাদ জামালি, এফটিএ (কেপি), ফয়সালাবাদ ও মুলতান। প্রাদেশিক প্রতিনিধি হিসেবে ও ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্সের ওপর ভিত্তি করে এ তালিকা করা হয়েছে।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রথম মৌসুমের পরই আরো একটি দল বাড়ানোর ইচ্ছা পোষণ করে পিসিবি। তবে এ ৫টি দলের সঙ্গে চুক্তি সাপেক্ষে তা করতে পারেনি বোর্ড। চুক্তিতে স্পষ্ট উল্লেখ ছিল, প্রথম দু’আসরে এদের বাইরে অন্য কোনো দল এ টুর্নামেন্টে অংশ নিতে পারবে না।

দলের সংখ্যা বাড়লে ম্যাচ সংখ্যাও বাড়বে। এক্ষেত্রে ম্যাচের সংখ্যা বেড়ে দাঁড়াবে ২৪ থেকে ৩৪।

পিএসএল চেয়ারম্যান নাজাম শেঠী বলেন, দল বাড়লে ম্যাচের সংখ্যা বাড়বে এটি খুবই স্বাভাবিক। এ টুর্নামেন্টের কমপক্ষে ৮টি ম্যাচ পাকিস্তানে আয়োজনের চিন্তা করছি।

এবারের পিএসএলের ফাইনাল হয় লাহোরে। এতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা করে পিসিবি। যা আইসিসিসহ ক্রিকেট বিশ্বের নজর কাড়ে।

২০০৯ সালে লাহোরে টিম শ্রীলঙ্কার ওপর সন্ত্রাসী হামলার পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট নিষিদ্ধ রয়েছে।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাড়ে তিন বছর পর দলে ফিরে যা বললেন আমির
মুলতানকে কাঁদিয়ে ইসলামাবাদের হ্যাটট্রিক শিরোপা জয়
পিএসএল রেখে আম্বানির ছেলের বিয়েতে পোলার্ড
পিএসএলের হাইভোল্টেজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
X
Fresh