• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

বিদায়ী সংবর্ধনা প্রত্যাখ্যান আফ্রিদির

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৮ এপ্রিল ২০১৭, ২০:০১

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিদায়ী সংবর্ধনা নেবেন না দেশটির সাবেক অধিনায়ক ও তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদি।

ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এখন পাকিস্তানের টেস্ট সিরিজ চলছে। এ সিরিজ শেষেই ক্রিকেটকে বাই বাই টাটা জানাবেন দেশটির বর্তমান টেস্ট অধিনায়ক মিসবাহ-উল-হক ও অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনিস খান। আর এ বছরের শুরুতেই সব ধরনের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন আফ্রিদি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষে দেশে ফিরলে মিসবাহ, ইউনিসসহ আফ্রিদিকে বিদায়ী সংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত নেয় পিসিবি। তবে সেই সংবর্ধনা প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নিয়েছেন বু্মবুম আফ্রিদি।

শুক্রবার টুইট বার্তায় আফ্রিদি বলেন, বিদায়ী সংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত নেয়ার জন্য নাজিম শেঠিকে ধন্যবাদ। তবে দুঃখজনক হলেও সত্য প্রতিশ্রুতি ভেঙে আমি এসব নিতে পারছি না।

গেলো রোববার খেলোয়াড়দের বিদায়ী সংবর্ধনা ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আফ্রিদির সঙ্গে আলোচনা করেন শেঠি।

ওই সময় ভবিষ্যতে দেশের ক্রিকেটারদের বিদায়ী সংবর্ধনা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি।

এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে আফ্রিদি বলেন, নতুন ট্রেন্ড চালু করাই আমার ইচ্ছা ছিল। আমি খুবই খুশি মিসবাহ-ইউনিস সম্মানজনক বিদায়ী সংবর্ধনা পাচ্ছেন। আশা করছি, এ ট্রেন্ড ভবিষ্যতে চালু থাকবে।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারত-পাকিস্তান সিরিজ প্রসঙ্গে রোহিতের সঙ্গে সুর মেলালেন আফ্রিদি
আফ্রিদির সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে যা বললেন বাবর
তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেম নিয়ে যা জানালেন দীঘি
শাহিন আফ্রিদিকে নিয়ে পিসিবির মিথ্যাচার
X
Fresh