• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

পিসিবির কাছে সফর বাতিলের কারণ জানতে চাইবে বিসিবি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ এপ্রিল ২০১৭, ১৯:৩৭

জুলাইয়ে বাংলাদেশ সফরে আসছে না পাকিস্তান। হঠাৎ করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এ সফর বাতিল করার কারণ জানতে চাইবে বিসিবি। জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

শুক্রবার বিকেলে নিজ বাসভবনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

নাজমুল হাসান বলেন, সফর বাতিলের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি পিসিবি। আনুষ্ঠানিকভাবে জানালে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। দরকারে পিসিবিকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হবে।

এ মাসের শুরুতে পিসিবি প্রধান শাহরিয়ার খানের বরাত দিয়ে পাকিস্তান টুডে জানায়, জুলাই-আগস্টে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান। এ সফরে টাইগারদের সঙ্গে তারা ৩টি ওয়ানডে, ২টি করে টেস্ট ও টি-টোয়েন্টি খেলবে তারা।

এ সিরিজ সামনে রেখে ভেন্যু ও সফরসূচি প্রস্তুতির পরিকল্পনা করছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে গেলো মঙ্গলবার দুবাইয়ে আইসিসির নির্বাহী কমিটির সভা শেষে পিসিবি প্রধান শাহরিয়ার খান বাংলাদেশে না আসার ঘোষণা দেন।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোস্তাফিজ ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন ভারতের সাবেক তারকা
বিসিবির সিদ্ধান্তে একমত সুজন
‘আইপিএল থেকে মোস্তাফিজের শেখার কিছু নেই, তার থেকেই সবাই শিখবে’
তামিমের ভুল ধরিয়ে দেওয়ার যোগ্যতা আছে কি কোচদের?
X
Fresh