• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ভাতা পাচ্ছেন ৬৩০ অস্বচ্ছল ক্রীড়াবিদ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ এপ্রিল ২০১৭, ১৯:৫৭

অস্বচ্ছল ৬৩০ ক্রীড়াবিদকে মাসিক ১৫ হাজার টাকা করে ভাতা দেবে সরকার। তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এ ভাতা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদ সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের ৮ম বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার। সভায় আরো ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আসাদুল ইসলাম, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস, বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের সচিব আনিস মাহমুদ, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মো. হারুনুর রশীদ ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি বাদল রায়।

সভায় বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের কার্যক্রম বৃদ্ধির পাশাপাশি জনবল বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় ২০১৫-১৬ অর্থ বছরে ক্রীড়াসেবীদের এককালীন অনুদান দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বর্ষসেরা ক্রীড়াবিদের তালিকায় শান্ত, ইমরানুর ও রাকিব
আক্ষেপের গল্পে লুকিয়ে নারী ক্রীড়াবিদদের প্রাপ্তির ক্ষুধা
X
Fresh