• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

অবশেষে পাকিস্তানে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৭ এপ্রিল ২০১৭, ১৯:৩৯

অবশেষে পাকিস্তানে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। দেশটিতে তা ফেরাতে পিসিবির পাশে এসে দাঁড়িয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল(আইসিসি)। সবকিছু ঠিক থাকলে দীর্ঘ আট বছর পর আন্তর্জাতিক পর্যায়ের ক্রিকেট ম্যাচ আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। লাহোরে চার ম্যাচ সিরিজ খেলতে বিশ্ব একাদশ পাঠানোর পরিকল্পনা করছে আইসিসি।

বিবৃতিতে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানায়, পাকিস্তানে ক্রিকেট ফেরাতে দ্রুতগতিতে কাজ করে যাচ্ছে আইসিসি। এটি আমাদের একরকম প্রতিশ্রুতি। তা বাস্তবায়নের চেষ্টা চলছে।

বিবৃতিতে বলা হয়, লাহোরে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল ম্যাচ কেমনভাবে সম্পন্ন হয়-তা পর্যবেক্ষণে আমাদের প্রতিনিধি দল ছিল। তাদের পর্যবেক্ষণ রিপোর্ট আমাদের হাতে এসে পৌঁছেছে।তার প্রেক্ষিতে বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।

আইসিসির পরিচালন কমিটির ভাষ্য অনুযায়ী, পাকিস্তানে চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের পরিকল্পনা চলছে। সিরিজটি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হতে পারে। তবে ওই সিরিজে কোন কোন ক্রিকেটার খেলবে তা এখনো নিশ্চিত নয়।

এর আগে আইসিসির পাকিস্তানের টাস্ক ফোর্সের প্রধান জাইলস ক্লার্ক গার্ডিয়ানকে বলেন, দীর্ঘদিন বিশ্বের তারকা ক্রিকেটারদের খেলা সরাসরি দেখতে পায়নি পাকিস্তানের সমর্থকরা। তাদের এ হাহাকারটা পূরণের চেষ্টা চলছে। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে সিরিজটি হতে পারে।

২০০৯ সালে লাহোরে টিম শ্রীলঙ্কার ওপর সন্ত্রাসী হামলার পর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট নিষিদ্ধ রয়েছে। এর মধ্যে অনেক চেষ্টায় করেছে পিসিবি। তাদের চেষ্টার অংশ হিসেবে সেখানে এসে সফর করে যায় জিম্বাবুয়ে। সবশেষ সেখানে পিএসএলের ফাইনালে খেলে যান বিদেশি ক্রিকেটাররা।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাকিস্তানে মুদ্রাস্ফীতি বাড়ছে
পাকিস্তানে সাংবাদিক অপহরণের দায়ে দুই পুলিশ সদস্য বরখাস্ত
পাইলট-ক্রুদের রোজা রাখায় নিষেধাজ্ঞা
বেতন নেবেন না পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট
X
Fresh