• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

'প্রতারক শারাপোভাকে খেলতে দেয়া ঠিক হয়নি'

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৭ এপ্রিল ২০১৭, ১৬:৩২

প্রতারক মারিয়া শারাপোভাকে টেনিস খেলতে দেয়া ঠিক হয়নি। বললেন কানাডিয়ান টেনিস সুইটহার্ট ইউজিনি বুচার্ড।

১৫ মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে কোর্টে ফিরেই টেনিস বিশ্বকে সর্তক বার্তা দেন শারাপোভা। স্টুটগার্ট ওপেনে রবার্তো ভিঞ্চিকে সরাসরি দু’সেটে হারান তিনি।

শারাপোভার ফিরে আসার ম্যাচের আগে থেকেই শুরু হয় ওয়ার্ল্ড টেনিস অ্যাসোসিয়েশনের (ডব্লিউটিএ) বিরুদ্ধে সমালোচনা।

স্টুটগার্ট ওপেনে রুশ সুন্দরীকে গ্রিন কার্ড দেয়ায় এ সমালোচনায় মাতেন বিশ্বের সেরা সব টেনিস তারকা।

শারাপোভার কোর্টে ফেরাকে কেন্দ্র করে অন্য তারকাদের সঙ্গে সুর মিলিয়ে ইউজিনি বলেন, কোনো প্রতারককে খেলায় ফেরানো ঠিক নয়। শারাপোভাকে আজীবন নিষিদ্ধ ঘোষণা করা উচিৎ ছিল।

ডব্লিউটিএ র‌্যাংকিংয়ের ৫৯তম স্থানে অবস্থান করছেন ইউজিনি। ২০১৪ সালের উইম্বলডনের ফাইনালে খেলেন তিনি।

২৩ বছরের এ কানাডিয়ান বলেন, আমার মনে হয়; ডব্লিউটিএ শিশুদের প্রতারণার শিক্ষা দিচ্ছে।

গেলো বছরের মার্চ মাসে ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় শারাপোভাকে ২ বছরের নিষেধাজ্ঞা দেয়া হয়। পরে গেলো বছরের অক্টোবরে সাজা কমিয়ে ১৫ মাস নিষিদ্ধ করা হয়।

সাজার মেয়াদ শেষ হবার পর স্টুটগার্ট ওপেনে ওয়াইল্ড কার্ড এন্ট্রি পান রাশিয়ান তারকা। শুধু তাই নয়, মাদ্রিদ ও রোম ওপেনেও ওয়াইল্ড কার্ড এন্ট্রি পেতে যাচ্ছেন তিনি।

ওয়াই/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh