• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পাকিস্তান না আসার সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ এপ্রিল ২০১৭, ১৪:১৬

জুলাইয়ে বাংলাদেশ সফরে আসছে না পাকিস্তান। বুধবার দুবাইয়ে আইসিসির সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন দেশটির ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান। এতে বিস্ময় প্রকাশ করেছেন বিসিবি পরিচালক জালাল ইউনুস।

বৃহস্পতিবার দুপুরে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের তিনি বলেন, পাকিস্তানের এ সিদ্ধান্তে আমরা বিস্মিত। কয়েকদিন আগেও জানতাম তারা আসছে।

কেনো বাংলাদেশ সফরে আসতে চাচ্ছে না পাকিস্তান? এ প্রশ্নের জবাবে জালাল ইউনুস বলেন, তারা চাচ্ছে আমরা যেনো পাকিস্তানে গিয়ে খেলি। কিন্তু এফটিপিতে তা নেই। এফটিপি অনুযায়ী, জুলাইয়ে বাংলাদেশেই আসার কথা পাকিস্তানের।

বিসিবির মিডিয়া কমিটির প্রধান আরো জানান, ২০১৫ সালে পাকিস্তানের সঙ্গে আমাদের একটি চুক্তি হয়। তা অনুযায়ী, ২০১৭ পর্যন্ত বাংলাদেশে সিরিজ খেলবে পাকিস্তান। চুক্তিতে আর্থিক বিষয়াদিও মিটিয়ে ফেলা হয়। তা সত্ত্বেও যে তারা আসছে না, এটি বিস্ময়কর। তবে জুলাইয়ে তারা যে আসছে না-এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু জানানো হয়নি।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হই : পাকিস্তানের প্রধানমন্ত্রী
পাকিস্তানের সংসদ ভবনে জুতা চুরি, খালি পায়ে ফিরলেন এমপিরা
শাহিনের চোখে টি-টোয়েন্টির ব্র্যাডম্যান রিজওয়ান
৮৩৭ আফগান শরণার্থীকে ফেরত পাঠাল পাকিস্তান
X
Fresh