• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মুমিনুলে দুর্দান্ত জয় গাজীর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ এপ্রিল ২০১৭, ২৩:২৭

ঢাকা প্রিমিয়ার লিগে দিনের খেলায় জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স, লিজেন্ডস অব রূপগঞ্জ ও শেখ জামাল।

গাজী গ্রুপের দেয়া ৩০৮ রানের টার্গেটে খেলতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৭২ রান তুলতে সক্ষম হয় প্রাইম দোলেশ্বর। ফলে ৩৬ রানের জয় পায় গাজী।

বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে প্রথমে ব্যাট করে ৩০৭ রান করে গাজী গ্রুপ। দলের হয়ে মুমিনুল হক ১৬ চার ও ৬ ছক্কায় খেলেন ১৫২ রানের ঝড়ো ইনিংস। এছাড়া ৭৬ বলে ৬৪ রান করেন নাসির হোসেন। তার ইনিংসটি সমৃদ্ধ ৭ চার ও ১ ছক্কায়।

দিনের অপর ম্যাচে ১৭৭ রানের টার্গেটে খেলতে নেমে দু’বল হাতে রেখে ৩ উইকেটে জয় পেয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। মাশরাফি বিন মর্তুজার অলরাউন্ড নৈপুণ্যে এ জয় পায় রূপগঞ্জ। বল হাতে ২ উইকেট নেয়ার পাশাপাশি ১৮ বলে ১ চার ও ২ ছক্কায় ২৩ রানের আক্রমণাত্মক ইনিংস খেলেন ম্যাশ।

বিকেএসপির চার নম্বর মাঠে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৭৬ রান করে কলাবাগান ক্রীড়াচক্র।

দিনের আরেক ম্যাচে আবাহনী লিমিটেডের দেয়া ২৭০ রানের টার্গেটে খেলতে নেমে ২ ওভার থাকতেই ৬ উইকেটে জয় পায় শেখ জামাল। জিয়াউর রহমান ও নুরুল হাসান সোহান ঝড়ে এ জয় পায় জামাল। ৪২ বলে ৪৬ রান করেন নুরুল। আর জিয়া করেন ৫৭ বলে অপরাজিত ৭৩ রান। ৬ ছক্কায় এ ইনিংস সাজান তিনি।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে আবাহনী ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ২৬৯ রান করে।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টেস্ট অভিষেকেই আইসিসি থেকে সুসংবাদ পেলেন হাসান 
টেস্ট সিরিজ হারের পর যা বললেন শান্ত
নতুন মাইলফলক স্পর্শ করলেন মুমিনুল হক
মুমিনুলের প্রতিরোধ ব্যর্থ, ৩২৮ রানে হারল বাংলাদেশ
X
Fresh