• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

ঢুকলেন ছোট ভাই, কাটা পড়লেন বড় ভাই

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৬ এপ্রিল ২০১৭, ১৭:০১

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এ দল থেকে বাদ পড়েছেন বড় ভাই কামরান আকমল। ফিরেছেন ছোট ভাই উমর আকমল।

পাকিস্তান ওয়ানডে দলে ফিরেছেন সদ্য সাবেক অধিনায়ক আজহার আলি। বছরের শুরুতে অস্ট্রেলিয়া সফরে বাজে পারফরম্যান্সের কারণে অধিনায়কত্ব খোয়ানোর সঙ্গে দলে জায়গাও হারান তিনি।

এ দলের নেতৃত্বের ভার থাকছে উইকেটরক্ষক-ব্যাটসম্যান সরফরাজ আহমেদের কাঁধে।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুর্দান্ত খেলে ওয়েস্ট ইন্ডিজ সফরে দলে ফেরেন কামরান আকমল। তবে এ সফরে সেই টুর্নামেন্টের পারফরম্যান্সের অনুবাদ করতে পারেননি তিনি। ব্যাটে তো রান পাননি বরং ফিল্ডিংয়ে ছেড়েছেন অসংখ্য সহজ ক্যাচ।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে কোনো ম্যাচ না খেলেই বাদ পড়েছেন ব্যাটসম্যান আসিফ জাকির। দলে জায়গা হয়নি স্পিনার মোহাম্মদ আসগরের। তবে ম্যাচ না খেলেও দলে রয়েছেন পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফ।

চ্যাম্পিয়নস ট্রফিতে ‘বি’ গ্রুপে ভারত, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে পাকিস্তান।

পাকিস্তান দল: সরফরাজ আহমেদ (অধিনায়ক), আহমেদ শেহজাদ, আজহার আলি, মোহাম্মদ হাফিজ, বাবর আজম, শোয়েব মালিক, উমর আকমল, ফখর জামান, ইমাদ ওয়াসিম, ফাহিম আশরাফ, ওয়াহাব রিয়াজ, জুনাইদ খান, হাসান আলি, শাদাব খান ও মোহাম্মদ আমির।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিন দিনের সফরে ইরানের প্রেসিডেন্ট পাকিস্তানে 
পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে পাকিস্তানের হাইক‌মিশনারের সাক্ষাৎ
ভারত-পাকিস্তান সিরিজ প্রসঙ্গে রোহিতের সঙ্গে সুর মেলালেন আফ্রিদি
স্ত্রীকে টয়লেট ক্লিনার খাওয়ানোর অভিযোগ তুললেন ইমরান
X
Fresh