• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

মেসি ছাড়া বিশ্বকাপ অসম্ভব: ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৫ এপ্রিল ২০১৭, ২১:৩৩

লিওনেল মেসিকে ছাড়া আর্জেন্টিনার বিশ্বকাপের বাছাইপর্ব উতরানো প্রায় অসম্ভব। বললেন দেশটির বিশ্বকাপজয়ী অধিনায়ক দিয়েগো ম্যারাডোনা।

কিংবদন্তি এ ফুটবলার রিডিও রিভাদাভিয়াকে জানান, মেসিকে ছাড়া আমরা অসম্পূর্ণ। তাকে ছাড়া বাছাইপর্ব উতরানো প্রায় অসম্ভব।

২০১৮ রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে এখনো অনিশ্চিত অবস্থায় রয়েছে দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তার ওপর বর্তমান বিশ্বের সেরা ফুটবলার মেসি রয়েছেন চার ম্যাচের নিষেধাজ্ঞায়।

দক্ষিণ আমেরিকার বাছাইপর্বে ১৪টি ম্যাচে মাত্র ৬টি জয় নিয়ে বর্তমানে পঞ্চম স্থানে রয়েছে আর্জেন্টিনা। হাতে রয়েছে আর মাত্র চারটি ম্যাচ।

উরুগুয়ে, ভেনিজুয়েলা, পেরু ও ইকুয়েডরের বিপক্ষে ম্যাচগুলোতে জিততেই হবে তাদের। এছাড়া ভিন্ন কোনো পথ খোলা নেই।

এদিকে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল এরইমধ্যে প্রথম দল হিসেবে এ অঞ্চল থেকে রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে।

গেলো ২৮ মার্চ বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামার ঠিক কয়েক ঘণ্টা আগে মেসিকে ৪ ম্যাচ নিষিদ্ধ করে ফিফার ডিসিপ্লিনারি কমিটি। মেসির বিরুদ্ধে অভিযোগ- বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে সহকারি রেফারিকে গালি দিয়েছেন তিনি।

পরে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) মেসির নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করে। এখনো বিষয়টির কোনো সুরাহা হয়নি।

যদিও শান্ত ও নম্র ফুটবলার হিসেবে খ্যাত মেসি দাবি করেন, ওই ম্যাচে তিনি রেফারিকে গালি দেননি।

মেসিবিহীন বলিভিয়ার সঙ্গে ওই ম্যাচে ২-০ গোলে পরাজিত হয় আর্জেন্টিনা।

এদিকে মেসির নিষেধাজ্ঞার মধ্যে আবার কোচ এডগার্ডো বাওজাকেও বরখাস্ত করে এএফএ। এখনো দলটিতে কোচ হিসেবে নিয়োগ পাননি কেউ।

ওয়াই/সি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাঁচ গোল করে ভাইরাল মেসি পুত্র
মেসির ঝলকে মায়ামির জয়
মেসি গোল পেলেও জেতেনি ইন্টার মায়ামি
মেসিকে নিয়ে সুখবর দিলো মায়ামি
X
Fresh