• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

টাইমের প্রভাবশালীর তালিকায় নেইমার, নেই মেসি-রোনালদো

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ এপ্রিল ২০১৭, ১৬:২৯

বিশ্বব্যাপী ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন। আমেরিকাভিত্তিক প্রভাবশালী ম্যাগাজিনটিতে ঠাঁয় পেয়েছেন বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। তবে এতে স্থান হয়নি বিশ্ব ফুটবলের দু’সেরা তারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর।

অবশ্য এ তালিকায় নেইমার বাদে আর কোনো ফুটবলার স্থান পাননি। তালিকার 'আইকন' বিভাগে স্থান পেয়েছেন তিনি।

চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগে প্যারিসে ৪-০ গোলে হেরে যায় বার্সেলোনা। পরে ন্যু ক্যাম্পে ফিরতি লেগে ৬-১ গোলের ঐতিহাসিক জয় পায় মেসিরা। সেই স্বপ্নের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন নেইমার। প্যারিস সেইন্ট জার্মেই’র (পিএসজি) বিপক্ষে বার্সেলোনার ওই প্রত্যাবর্তনকে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসেই সেরা বলে ধরা হয়। সেই ম্যাচে রূপকথা লেখার সুবাদে নেইমারের ক্যারিয়ার নতুন মোড় নেয়।

নেইমারের প্রশংসা করে টাইম ম্যাগাজিনকে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড বেকহ্যাম বলেন, ও তরুণ, বয়স মাত্র ২৫। সর্বকালের অন্যতম সেরা হবার পথে দ্রুত এগিয়ে যাচ্ছে। এক প্রজন্মে এমন ফুটবলার একজনই আসে। তার পায়ের কারুকাজে সবাই মুগ্ধ।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জরিমানা থেকে বাঁচলেন নেইমার
নেইমারকে গ্যালারিতে বসিয়ে আল-হিলালের ট্রফি উদযাপন
নেইমারের হরেক রকম শখ পূরণের দায় ক্লাবের কাঁধে!
বিস্ময়–বালক এনদ্রিকের গোলে ইংল্যান্ডকে হারাল ব্রাজিল
X
Fresh